Ajker Patrika

এক মলাটে বাংলা ব্যান্ডের ইতিহাস

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮: ৩৮
এক মলাটে বাংলা ব্যান্ডের ইতিহাস

এক মলাটে বন্দী হলো বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাস। ১৮০টি ব্যান্ডের বৃত্তান্ত নিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বই প্রকাশিত হয়েছে। ‘বাংলার রক মেটাল’ নামের বইটিতে জায়গা পেয়েছে গত শতকের ষাটের দশক থেকে এখন পর্যন্ত দেশের ব্যান্ডগুলোর পথচলার ইতিহাস। বইটি লিখেছেন মিলু আমান ও হক ফারুক। প্রকাশ করেছে আজব প্রকাশ। ৪৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য ১ হাজার টাকা।

লেখক মিলু আমান বলেন, ‘এই বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের গর্বের ব্যান্ড সংগীতের ইতিহাস লিখিত রূপ পেয়েছে। এটি আমাদের ব্যান্ড সংগীতের পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া হিসেবে কাজ করবে।’ বইটির আরেক লেখক হক ফারুক বলেন, ‘গত বিশ বছরের সাধনায় লেখা এই বই আমাদের ব্যান্ড সংগীত নিয়ে নানা তথ্যের বিভ্রান্তি দূর করবে।’

তিনটি ভাগে সাজানো হয়েছে বইটি। প্রথমাংশে ষাটের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডসংগীতের পটভূমি, ইতিহাস, পথচলা ও নানা পরিবর্তন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে ১৮০টি ব্যান্ডের পরিচয় ও পূর্ণাঙ্গ ইতিবৃত্ত। দেশের সব প্রখ্যাত ব্যান্ডের পাশাপাশি কিছু সম্ভাবনাময় নতুন ব্যান্ডের পরিচিতিও এই বইয়ে রাখা হয়েছে। তৃতীয় অংশে রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সংক্ষিপ্ত ইতিহাস।

‘বাংলার রক মেটাল’ বইয়ের প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু ও নামলিপি করেছেন মোস্তাফিজ কারিগর।

বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত