Ajker Patrika

সাকিবের বিসিবি সভাপতি হতে চাওয়া নিয়ে কী বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০: ৪০
সাকিবের বিসিবি সভাপতি হতে চাওয়া নিয়ে কী বললেন পাপন

একদিকে নিউজিল্যান্ড সফরে ক্রিকেট মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল, আর দেশে ভোটের লড়াইয়ে ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের মানুষ বলে, ভোটের  মাঠেও তাঁদের সামনে আসে ক্রিকেটের প্রসঙ্গ।

কদিন আগে নির্বাচনী প্রচারে সাকিবকে দেখা গেছে সমর্থকদের সঙ্গে ক্রিকেট খেলতেও। এর মধ্যে সাংবাদিকেরাও ভিড় করছেন তাঁদের নির্বাচনী এলাকায়। ক্রিকেট ক্যারিয়ারে শেষের অধ্যায়ে আছেন সাকিব। তবে তাঁর ইচ্ছে, ২০২৫ পর্যন্ত ক্রিকেট চলিয়ে যাওয়া। এরপর অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছা তাঁর। তা-ই নয়, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে চান তিনি। 

গত সপ্তাহে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা। এর আগে মাশরাফিও জানিয়েছিলেন, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে আপত্তি নেই তাঁর। এবার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সাকিব ও মাশরাফি—দুজনই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তাঁদের খুব কাছ থেকে দেখেছেন পাপন। কিন্তু বোর্ড সভাপতি হওয়ার সক্ষমতা ও পরিচালনার দক্ষতা কার মধ্যে ভালো দেখতে পান পাপন? কিন্তু এর উত্তর দিতে চাইলেন না বর্তমান বোর্ড সভাপতি। নির্বাচনের সময় এড়িয়ে গেলেন এমন জটিল প্রশ্ন। তবে আজ ভৈরবে নিজের নির্বাচনী এলাকায় বিসিবি সভাপতি এতটুকু বললেন, ‘বলা মুশকিল, এটা বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা এত সহজ না। এটা আসলে কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’ সম্প্রতি বোর্ড সভাপতিও বলেছিলেন, তিনি আর বেশি দিন নেই। তবে সেটি পরিষ্কার কোনো কিছু ইঙ্গিত করে না। 

সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন বললেন, ‘ওর সঙ্গে আমার যে কথা হয়েছে, ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা, সেটাই জানি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ধর্ষণের আলামত নষ্ট, ধুনট থানার সাবেক ওসির বিরুদ্ধে পরোয়ানা

হিমাগারে ডেকে নির্যাতন: রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন, পুলিশের ‘দুর্বল’ ভূমিকা

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত