Ajker Patrika

ভোট পড়েছে ৪০ শতাংশের মতো, এটা বাড়তে পারে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫: ২১
ভোট পড়েছে ৪০ শতাংশের মতো, এটা বাড়তে পারে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে এই হার চূড়ান্ত নয়, বাড়তে পারে বলে জানিয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

সিইসি বলেন, ‘এখনো নিশ্চিত করে ভোট কাস্টের পারসেন্টেজের বিষয়টা বলা যাচ্ছে না। এমনিতে আমরা যেটা পেয়েছি ৪০ শতাংশের মতো ন্যাশনাল ওয়ারি। তারপরে ড্যাশবোর্ডে ১০০% ইয়েটা (ভোটের হার) আসেনি। এন্ট্রি হয়নি। তারপরও বিষয়টা ব্যত্যয় হতে পারে। তারপর এটাকে গুন করতে হবে ওই বিভাজক দিয়ে।

‘৪০% যে ফলাফলটা এসেছে, এটি এখন পর্যন্ত নির্ভরযোগ্য। তবে এটা কিছুটা ব্যত্যয় হতে পারে, আরও তথ্য আসার পরে। এই পার্সেন্টেজ বাড়তেও পারে আবার নাও পারে।’ 

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবসহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন। 

আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এরই মধ্যে ভোট গণনা শুরু হয়েছে। তবে বেশির ভাগ কেন্দ্রে নৌকা ছাড়া অন্য দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকেই পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ