
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে শিগগির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শমসের মবিন চৌধুরী বলেছেন, ভবিষ্যতের নির্বাচন আয়োজনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তাঁর মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।
আজ বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ, তারা যে সাংবিধানিক পরিবর্তনগুলো আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।’
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরই মধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত তিনটি নির্বাচন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।’ এই অবস্থায় সরকারের প্রধান কাজ হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয় এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা নিশ্চিত করার একমাত্র উপায়।’

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে শিগগির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শমসের মবিন চৌধুরী বলেছেন, ভবিষ্যতের নির্বাচন আয়োজনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তাঁর মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।
আজ বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ, তারা যে সাংবিধানিক পরিবর্তনগুলো আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।’
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরই মধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত তিনটি নির্বাচন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।’ এই অবস্থায় সরকারের প্রধান কাজ হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয় এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা নিশ্চিত করার একমাত্র উপায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৪৩ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
২ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে