Ajker Patrika

তাহসানের উপস্থাপনায় ডিসেম্বরে শুরু ‘ফ্যামিলি ফিউডে’র শুটিং

তাহসানের উপস্থাপনায় ডিসেম্বরে শুরু ‘ফ্যামিলি ফিউডে’র শুটিং

বিশ্বের ৭৫টি দেশের পর এবার বাংলাদেশেও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি শো ‘ফ্যামিলি ফিউড’। দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে বিশ্বখ্যাত এই টেলিভিশন গেম শোটি। এই গেম শোতে অংশ নেবে দুটি করে পরিবার। প্রতি পর্বে প্রতিযোগীরা জিতে নিতে পারবেন সর্বোচ্চ ১ লাখ টাকা। এরই মধ্যে অনুষ্ঠানের শুটিং পরিকল্পনা চূড়ান্ত করেছে বঙ্গ কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে শুটিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান।

সারা দেশের প্রায় ২ হাজার আবেদনকারী পরিবারের মাঝ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে ৪০টি পরিবারকে। প্রতিটি পর্বে মুখোমুখি হবে দুটি পরিবার। নির্দিষ্ট বিষয়ে ১০০ জনকে জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন উপস্থাপন করা হবে পরিবারের সদস্যদের সামনে। সর্বাধিক জনের দেওয়া উত্তরটি অনুমান করে বলতে হবে শোতে অংশ নেওয়া পরিবার দুটির সদস্যদের। সঠিক অনুমানগুলোর ভিত্তিতে প্রতিযোগীরা পয়েন্ট পাবেন। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পরিবারটিকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ডে। সেখানেই পেয়ে যাবেন গোপন ও আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া, এই শোতে জনপ্রিয় শোবিজ তারকা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে থাকবে বিশেষ পর্ব।

এ প্রসঙ্গে বঙ্গর সিওও ফায়াজ তাহের বলেন, ‘বাংলাদেশে ফ্যামিলি ফিউড নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই শোটি বিশ্বজুড়ে পরিবারগুলোকে বিনোদন দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় হবে শোটি। আশা করি, দেশের প্রতিটি পরিবার একসঙ্গে বসে গেমটির মজা ও উত্তেজনা উপভোগ করবে।’

জানা গেছে, আগামী বছরের শুরুতে বঙ্গর ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশ শুরু হবে ফ্যামিলি ফিউড বাংলাদেশ অনুষ্ঠানের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত