শিল্প-সাহিত্য ডেস্ক
সুকুমার রায় এক অমর সাহিত্যিক। আজ ১০ সেপ্টেম্বর এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটির প্রয়াণ দিবস। এক এক করে পেরিয়ে গেছে তাঁর মৃত্যুর ১০০টি বছর। সুকুমারের নিজের ভাষায়—
‘দেহ নহে মোর চির নিবাস, দেহের বিনাশে নাহি বিনাশ’
এ কথাটি যে সত্য, তার প্রমাণ তিনি নিজেই। কেননা তাঁর মৃত্যুর ১০০ বছর পরে এসেও তিনি সমানতালে আলোচিত। সমগ্র বাংলা শিশুসাহিত্যের তিনিই একমাত্র সম্রাট। শিশু-কিশোরের মনোজগতে তিনি সূর্যের মতো বিরাজমান। সুকুমার রায়ের ছড়া, আঁকা, লেখার সঙ্গে পরিচিত নয় এমন শিশু-কিশোর বোধ করি কমই আছে। আজকের প্রতিটি যুবা-বৃদ্ধের শিশুবেলার স্মৃতিতে অম্লান তাই সুকুমার রায়। তবে সুকুমারের হ য ব র ল আর আবোল তাবোল-এর মন ছুঁয়ে যাওয়া হাস্যরস নিয়ে মেতে থাকলেও তিনি গদ্য-পদ্যেও রেখেছেন বিশেষ অবদান। সেসবের মাধ্যমে তুলে ধরেছেন নানা বিষয়-আশয়। লিখেছেন কয়েকটি মূল্যবান প্রবন্ধও। সেসব প্রবন্ধে যেমন চিন্তার সঙ্গে ভাষার যোগ, ধর্ম-বিজ্ঞানের চিরন্তন জিজ্ঞাসা, দ্বন্দ্ব নিয়ে আলোচনা আছে, তেমনি শিল্পের অত্যুক্তি, ভারতীয় চিত্রশিল্প নিয়ে তাঁর ভাবনার পরিসর। এসব প্রবন্ধে ভাব-ভাবনা ভাষার দ্বৈরথে রয়েছে আধুনিকতা।
সুকুমার রায়ের স্মরণে আজকের পত্রিকার শিল্প-সাহিত্যে বিভাগে গল্প, গদ্য ছড়া নিয়ে থাকছে বিশেষ আয়োজন।
সুকুমার রায় এক অমর সাহিত্যিক। আজ ১০ সেপ্টেম্বর এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটির প্রয়াণ দিবস। এক এক করে পেরিয়ে গেছে তাঁর মৃত্যুর ১০০টি বছর। সুকুমারের নিজের ভাষায়—
‘দেহ নহে মোর চির নিবাস, দেহের বিনাশে নাহি বিনাশ’
এ কথাটি যে সত্য, তার প্রমাণ তিনি নিজেই। কেননা তাঁর মৃত্যুর ১০০ বছর পরে এসেও তিনি সমানতালে আলোচিত। সমগ্র বাংলা শিশুসাহিত্যের তিনিই একমাত্র সম্রাট। শিশু-কিশোরের মনোজগতে তিনি সূর্যের মতো বিরাজমান। সুকুমার রায়ের ছড়া, আঁকা, লেখার সঙ্গে পরিচিত নয় এমন শিশু-কিশোর বোধ করি কমই আছে। আজকের প্রতিটি যুবা-বৃদ্ধের শিশুবেলার স্মৃতিতে অম্লান তাই সুকুমার রায়। তবে সুকুমারের হ য ব র ল আর আবোল তাবোল-এর মন ছুঁয়ে যাওয়া হাস্যরস নিয়ে মেতে থাকলেও তিনি গদ্য-পদ্যেও রেখেছেন বিশেষ অবদান। সেসবের মাধ্যমে তুলে ধরেছেন নানা বিষয়-আশয়। লিখেছেন কয়েকটি মূল্যবান প্রবন্ধও। সেসব প্রবন্ধে যেমন চিন্তার সঙ্গে ভাষার যোগ, ধর্ম-বিজ্ঞানের চিরন্তন জিজ্ঞাসা, দ্বন্দ্ব নিয়ে আলোচনা আছে, তেমনি শিল্পের অত্যুক্তি, ভারতীয় চিত্রশিল্প নিয়ে তাঁর ভাবনার পরিসর। এসব প্রবন্ধে ভাব-ভাবনা ভাষার দ্বৈরথে রয়েছে আধুনিকতা।
সুকুমার রায়ের স্মরণে আজকের পত্রিকার শিল্প-সাহিত্যে বিভাগে গল্প, গদ্য ছড়া নিয়ে থাকছে বিশেষ আয়োজন।
দ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
২১ দিন আগে‘প্রগাঢ় কাব্যিক গদ্যে ঐতিহাসিক ক্ষত তুলে ধরা এবং মানবজীবনের নাজুক পরিস্থিতির উন্মোচনের জন্য’ তাঁকে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি।
২১ দিন আগেতানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’–এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, বিশেষ ক্রেস্ট ও সনদ এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৪’ দেওয়া হবে। প্রতিযোগিতায় বিজয়ী
০১ সেপ্টেম্বর ২০২৪বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। তাঁদের কর্মকাণ্ডে প্রতীয়মান তাঁরা গণহত্যার সমর্থক। এ কারণে একটি গণ আদালত গঠন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে উদীচী।
১৭ আগস্ট ২০২৪