সম্পাদকীয়
বুদ্ধদেব দাশগুপ্তের প্রধান পরিচয় চলচ্চিত্র পরিচালক হলেও তিনি ষাটের দশকের একজন গুরুত্বপূর্ণ কবিও ছিলেন। তিনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ও মৃণাল সেন-উত্তর যুগে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সামনে।
বুদ্ধদেবের জন্ম ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়া গ্রামে। ১২ বছর বয়সে কলকাতায় চলে এসে তিনি হাওড়ার দীনবন্ধু স্কুলে ভর্তি হন। এরপর অর্থনীতি বিষয় নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর পেশাজীবন শুরু হয়। তবে শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্রের প্রতি অনুরাগ ছিল। স্বপ্ন দেখতেন ছবি বানাবেন। এই তাগিদেই একসময় কলকাতা ফিল্ম সোসাইটির সদস্য হন। ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র দিয়ে তাঁর চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয়।
১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘দূরত্ব’ পরিচালনা করে জাতীয় পুরস্কার পান তিনি। তাঁর ‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ সিনেমাগুলো সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বুদ্ধদেবের ‘দোরাতওয়া’, ‘ফেরা’, ‘তাহাদের কথা’ জাতীয় পুরস্কার পায় বাংলা ভাষার শ্রেষ্ঠ সিনেমা হিসেবে। সেরা নির্দেশকের জাতীয় পুরস্কারও আসে তাঁর ঘরে, ‘উত্তরা’ ও ‘স্বপ্নের দিন’ সিনেমার জন্য। অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও আছে তাঁর ঝুলিতে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, তিনি সিনেমার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নির্দিষ্ট ধরাবাঁধা ছকে এগিয়ে যাননি। বরং ছক ভেঙে এগিয়ে যাওয়াই ছিল তাঁর চলচ্চিত্র নির্মাণের আদর্শ। তাঁর সিনেমায় বারবার প্রতিফলিত হয়েছে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি। সমাজে যে অবক্ষয়ী মনোভাব চলমান, তার প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি তাঁর চলচ্চিত্রগুলোতে।
বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতাকাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।
এই বরেণ্য কবি ও চলচ্চিত্র পরিচালক ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন ২০২১ সালের ১০ জুন।
বুদ্ধদেব দাশগুপ্তের প্রধান পরিচয় চলচ্চিত্র পরিচালক হলেও তিনি ষাটের দশকের একজন গুরুত্বপূর্ণ কবিও ছিলেন। তিনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ও মৃণাল সেন-উত্তর যুগে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সামনে।
বুদ্ধদেবের জন্ম ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়া গ্রামে। ১২ বছর বয়সে কলকাতায় চলে এসে তিনি হাওড়ার দীনবন্ধু স্কুলে ভর্তি হন। এরপর অর্থনীতি বিষয় নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা দিয়ে তাঁর পেশাজীবন শুরু হয়। তবে শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্রের প্রতি অনুরাগ ছিল। স্বপ্ন দেখতেন ছবি বানাবেন। এই তাগিদেই একসময় কলকাতা ফিল্ম সোসাইটির সদস্য হন। ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র দিয়ে তাঁর চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয়।
১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘দূরত্ব’ পরিচালনা করে জাতীয় পুরস্কার পান তিনি। তাঁর ‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ সিনেমাগুলো সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বুদ্ধদেবের ‘দোরাতওয়া’, ‘ফেরা’, ‘তাহাদের কথা’ জাতীয় পুরস্কার পায় বাংলা ভাষার শ্রেষ্ঠ সিনেমা হিসেবে। সেরা নির্দেশকের জাতীয় পুরস্কারও আসে তাঁর ঘরে, ‘উত্তরা’ ও ‘স্বপ্নের দিন’ সিনেমার জন্য। অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও আছে তাঁর ঝুলিতে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, তিনি সিনেমার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নির্দিষ্ট ধরাবাঁধা ছকে এগিয়ে যাননি। বরং ছক ভেঙে এগিয়ে যাওয়াই ছিল তাঁর চলচ্চিত্র নির্মাণের আদর্শ। তাঁর সিনেমায় বারবার প্রতিফলিত হয়েছে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি। সমাজে যে অবক্ষয়ী মনোভাব চলমান, তার প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি তাঁর চলচ্চিত্রগুলোতে।
বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতাকাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।
এই বরেণ্য কবি ও চলচ্চিত্র পরিচালক ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন ২০২১ সালের ১০ জুন।
১৯৭১ সালের ১ মার্চ দুপুরে অনির্দিষ্টকালের জন্য ৩ মার্চ আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এই প্রতিহিংসামূলক সিদ্ধান্তে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই ক্ষুব্ধ হননি, রাস্তায় নামে বিক্ষুব্ধ সাধারণ জনতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
৫ দিন আগে...ভাইস চ্যান্সেলর সৈয়দ মোয়াজ্জম হোসেনের কথা বলতে যেয়েই অধ্যাপক রাজ্জাক বললেন: ১৯৫২-তে ভাষা আন্দোলনের সময়ে, আর কিছুর জন্য নয়, সাহসের অভাবে, হি (সৈয়দ মোয়াজ্জম হোসেন) অকেজন্ড মাচ ট্রাবল। আমার মনে আছে যেদিন গুলিটা হলো, ইউনিভার্সিটির ঐ পুরানা দালানে (বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং-এর দক্ষিণ দিক)..
৬ দিন আগেযদি কেউ ভালোবাসা দিবসে তাঁর সঙ্গীর জন্য একটি কার্ড কিনে থাকেন, তাহলে সহজেই বলে দেওয়া যায়—কার্ড কেনা মানুষটি একজন পুরুষ। কারণ সাধারণত পুরুষেরাই নারীদের তুলনায় বেশি রোমান্টিক। এটি একটি সর্বজনবিদিত সত্য, তবে স্বীকৃতি খুবই কম।
১৯ দিন আগেএক বছরেও শুকায়নি হৃদয়ের ক্ষত। রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশের আয়োজন করা হয়। তাঁদের উদ্দেশ্য শুধু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা নয়, বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনও প্রধান লক্ষ্য।
২১ দিন আগে