সম্পাদকীয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে কৃষ্ণনগর হাইস্কুলের দ্বারোদ্ঘাটন হবে। সেখানে অন্যদের মধ্যে আমন্ত্রিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। সে অনুষ্ঠানে গান গাওয়ার কথা আব্বাসউদ্দীন আহমদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদের। পাকিস্তান হওয়ার আগে এই এলাকার এসডিও ছিলেন এন এম খান। সে সময় তিনি এখানকার অনেক উন্নতি করেছিলেন। তাই এলাকার জনগণ তাঁকে খুব পছন্দ করত। তিনিও এসেছেন আমন্ত্রিত হয়ে।
সে সময় বাংলার গ্রামে গ্রামে আব্বাসউদ্দীন ছিলেন জনপ্রিয়। তাঁর গান ছিল বাঙালির প্রাণের গান। শেখ মুজিবুর রহমান বলছেন, ‘বাংলার মাটির সঙ্গে ছিল তাঁর নাড়ির সম্পর্ক।’
আলোচনা সভা হলো দিনে, সন্ধ্যায় বসল গানের আসর। তিন গায়কই গান গাইলেন।
এটা চল্লিশের দশকের শেষ দিককার কথা। সে সময়ও কেউ জানে না, শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে হয়ে উঠবেন বঙ্গবন্ধু, হয়ে উঠবেন জাতির পিতা। সে সময় শেখ মুজিবুর রহমান লোকসংস্কৃতির শক্তি উপলব্ধি করেছেন। তাই তিনি সেই গানের অনুষ্ঠানের পরের দিনের কথাও লিখেছেন। সেদিন সবাই মিলে নৌকায় করে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ট্রেন ধরবেন। পুরো পথেই চলল গান। মধ্যমণি আব্বাসউদ্দীন আহমদ। এ ব্যাপারে শেখ মুজিবুর রহমান দিচ্ছেন এক গভীর উপলব্ধির ভাষ্য, ‘নদীতে বসে আব্বাসউদ্দীন সাহেবের ভাটিয়ালি গান তাঁর নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন, তখন মনে হচ্ছিল, নদীর ঢেউগুলোও যেন তাঁর গান শুনছে।’
প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন যে কতটা রাজনীতিসচেতন ছিলেন, সেটা বোঝা যায় সে সময় তাঁর বলা কথায়। তিনি তাঁর গানের ভক্ত তরুণ নেতা শেখ মুজিবকে বলেছিলেন, ‘মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাস, এর মাধুর্য ও মর্যাদাও নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে।’
সূত্র: শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ১১০-১১১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে কৃষ্ণনগর হাইস্কুলের দ্বারোদ্ঘাটন হবে। সেখানে অন্যদের মধ্যে আমন্ত্রিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। সে অনুষ্ঠানে গান গাওয়ার কথা আব্বাসউদ্দীন আহমদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদের। পাকিস্তান হওয়ার আগে এই এলাকার এসডিও ছিলেন এন এম খান। সে সময় তিনি এখানকার অনেক উন্নতি করেছিলেন। তাই এলাকার জনগণ তাঁকে খুব পছন্দ করত। তিনিও এসেছেন আমন্ত্রিত হয়ে।
সে সময় বাংলার গ্রামে গ্রামে আব্বাসউদ্দীন ছিলেন জনপ্রিয়। তাঁর গান ছিল বাঙালির প্রাণের গান। শেখ মুজিবুর রহমান বলছেন, ‘বাংলার মাটির সঙ্গে ছিল তাঁর নাড়ির সম্পর্ক।’
আলোচনা সভা হলো দিনে, সন্ধ্যায় বসল গানের আসর। তিন গায়কই গান গাইলেন।
এটা চল্লিশের দশকের শেষ দিককার কথা। সে সময়ও কেউ জানে না, শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে হয়ে উঠবেন বঙ্গবন্ধু, হয়ে উঠবেন জাতির পিতা। সে সময় শেখ মুজিবুর রহমান লোকসংস্কৃতির শক্তি উপলব্ধি করেছেন। তাই তিনি সেই গানের অনুষ্ঠানের পরের দিনের কথাও লিখেছেন। সেদিন সবাই মিলে নৌকায় করে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ট্রেন ধরবেন। পুরো পথেই চলল গান। মধ্যমণি আব্বাসউদ্দীন আহমদ। এ ব্যাপারে শেখ মুজিবুর রহমান দিচ্ছেন এক গভীর উপলব্ধির ভাষ্য, ‘নদীতে বসে আব্বাসউদ্দীন সাহেবের ভাটিয়ালি গান তাঁর নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন, তখন মনে হচ্ছিল, নদীর ঢেউগুলোও যেন তাঁর গান শুনছে।’
প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন যে কতটা রাজনীতিসচেতন ছিলেন, সেটা বোঝা যায় সে সময় তাঁর বলা কথায়। তিনি তাঁর গানের ভক্ত তরুণ নেতা শেখ মুজিবকে বলেছিলেন, ‘মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাস, এর মাধুর্য ও মর্যাদাও নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে।’
সূত্র: শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ১১০-১১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গড়ার অন্যতম কারিগর বলা হয় মুহম্মদ আবদুল হাইকে। এ বিভাগের সিলেবাস তৈরি করা থেকে যোগ্য শিক্ষকদের তিনিই নিয়োগ দিয়েছেন। তাঁর দ্বিতীয় পরিচয়—তিনি বাংলা ভাষার প্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী। তিনি কয়েকটি এলাকার উপভাষা ছাড়াও বাংলা ভাষার সংস্কার, বানানরীতি এবং প্রমিত ভাষা নিয়ে
২ ঘণ্টা আগেশক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১ দিন আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
২ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৩ দিন আগে