গাজীপুর মহানগরীতে চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে গাজীপুর মহানগরীর সালনার টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে তাদের লাশ পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
মৃত দুই শিশু হলো গাজীপুর সদরের সালনার টেকিবাড়ি গ্রামের মো. শাহজাহানের মেয়ে মোছা. জান্নাতুল (৪) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচণ্ডী গ্রামের শাহ আলমের ছেলে মাহিম (৪)। তারা গাজীপুরের টেকিবাড়ি এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করত।
শিশু মাহিমের মামা মাসুদ রানা বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালনার টেকিবাড়ি এলাকার ভাড়া বাড়ির পাশে খেলছিল মাহিম ও জান্নাতুল। এ সময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জান্নাতুলের বাবা শাহজাহান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে জান্নাতুল হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে জানায় কুকুর তাদের তাড়া করছে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে মাহিমও তাদের ঘরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসনিন জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গাজীপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।