নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।
আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।
চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
৩৮ মিনিট আগেরাজশাহী শিক্ষা বোর্ডে অস্থায়ী চাকরিতে সেলিম শেখ ঢুকেছিলেন ১৯৯৭ সালে। এখনো তাঁর চাকরি স্থায়ী হয়নি। চোখের সামনে তিনি দেখেছেন, কয়েকজনের চাকরি স্থায়ী হয়ে গেছে আদালতের আদেশে। কিন্তু তিনিসহ ৬৭ জনের চাকরি স্থায়ী হয়নি। তাঁদের মধ্যে ৩৬ জনের চাকরি স্থায়ী করার জন্য আদালতের আদেশ থাকলেও তা আমলে নেয়নি বোর্ড। চাকর
১ ঘণ্টা আগেমেঘনা নদীর ভাঙন রোধে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলেরচরের নির্মিত অবকাঠামো রক্ষার্থে নদীভাঙন রোধের কাজ চলমান রয়েছে। প্রথম ধাপে নদীর তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এ কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। এ ছাড়া জিও ব্যাগে ব্যবহার করা বালু নিম্নমানের বলেও অভিযোগ করেছেন
১ ঘণ্টা আগেমহাসড়কে যানজট নিরসনে রাজধানীর উত্তরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০টি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের কারণে মহাসড়কের যানজট কিছুটা হলেও কমে যাবে বলে প্রত্যাশা পথচারীদের...
২ ঘণ্টা আগে