হোম > সারা দেশ > রংপুর

পদত্যাগের পরেও জনস্বাস্থ্যের ওয়েবসাইটে শেখ হাসিনা! 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর বিভিন্ন মন্ত্রণালয়–দপ্তরের ওয়েবসাইটে পরিবর্তন আসলেও দিনাজপুরের খানসামা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরে ব্যতিক্রম চিত্র দেখা গেছে। এখনো দপ্তরটির ওয়েবসাইটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিরা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত রোববার (২০ অক্টোবর) বেলা ২টা ১৮ মিনিটে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, হাত উঁচিয়ে রাখা সাবেক প্রধানমন্ত্রীর ছবি। দপ্তরের অনেক তথ্যই আপডেট নেই। এ ছাড়া নোটিশ বোর্ডে গত বছররে তথ্য উল্লেখ করা রয়েছে। 

এ বিষয়ে খানসামা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল খান নীরব আজকের পত্রিকাকে বলেন,   ‘স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সব জায়গায় রয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’  

তরুণ সমাজকর্মী ও সংগঠক নাঈম হাসান বলেন, ‘সরকারি কর্মকর্তাদের উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।’  

জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি দেখবেন বলে সংযোগ কেটে দেন।

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সেকশন