Ajker Patrika

অসহায় দাবি করে পরিবারে আশ্রয়, ৪ শিশু নিয়ে নারীর পালানোর চেষ্টা

রংপুর প্রতিনিধি
শিশু অপহরণের অভিযোগে আটক নারী। ছবি: সংগৃহীত
শিশু অপহরণের অভিযোগে আটক নারী। ছবি: সংগৃহীত

অসহায় বলে এক নারী রংপুর নগরীর তপোধন এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়ে চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে রংপুর রেলস্টেশন থেকে ওই নারীকে আটকসহ অপহৃত চার শিশুকে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই নারী এক পরিবারে আশ্রয় নেন এবং তাদের সঙ্গে ইফতারও করেন। ইফতার শেষে পরিবারের সদস্যরা নামাজে ব্যস্ত হলে কৌশলে ওই নারী চার শিশুকে নিয়ে পালিয়ে যান। শিশুগুলোর মধ্যে তপোধন এলাকার মমিনুরের ছেলে ইসমাইল (৭), মেয়ে মিনু (১২), আকিফুলের মেয়ে আঁখি মনি (১১) এবং মকবুলের ছেলে রিফাত (৮) ছিল।

পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই ওই নারীকে আটকসহ চার শিশুকে উদ্ধার করে।

এ বিষয়ে এক শিশুর অভিভাবক আকিফুল ইসলাম বলেন, ‘অসহায় বলে ওই নারী আমাদের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা বিপদ হতে পারত। আল্লাহর রহমত ছিল যে বাচ্চাগুলো উদ্ধার হয়েছে। আমরা এই নারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।’

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ওই নারী দ্বিতীয় বিয়ে করে কিছু দিন আগে তপোধন এলাকায় চলে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি এক পরিবারের চার শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই নারীকে আটক করার পাশাপাশি চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত