Ajker Patrika
হোম > খেলা > অন্য খেলা

সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী

অনলাইন ডেস্ক

সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী
জাতীয় অ্যাথলেটিকসে সেরা নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন। ছবি: সংগৃহীত

২১ সোনা, ১৭ রুপা ও ১২ ব্রোঞ্জ মিলিয়ে ৫০ পদক পেয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্তি ১৯ সোনা, ১৯ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৫৭ পদক। ৩টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনের ইভেন্টগুলো হয়েছে।নাজমুল হোসেন রনি ও বর্ষা খাতুন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কীর্তি দুটি গড়েন। পুরুষ ৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে নাজমুল ভাঙেন ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের রেকর্ড (৫১ দশমিক ৮৭ সেকেন্ড)।

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা ১ মিনিট ৪ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছেন। তাতে ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুনের রেকর্ড (১ মিনিট ৪ দশমিক ৭০ সেকেন্ড) নিজের করে নেন।

৪০০ মিটার রিলেতে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে নৌবাহিনীর মেয়েরা। দলের শিরিন আক্তার, সাবিহা আল সোহা, নুসরাত জাহান রুনা ও নাথেরা খাতুন সময় নিয়েছেন ৩ মিনিট ৫১ দশমিক ৬২ সেকেন্ড। ১৯৯৩ সালে বিজেএমসির নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা ৩ মিনিট ৫৫ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন।

পোলভল্টের ছেলেদের বিভাগে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৌরভ মিয়া। ৪.৫০ মিটার লাফিয়ে তিনি ভেঙেছেন ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবিরের (৪.৩৫ মিটার) রেকর্ড।

জুয়া নিষিদ্ধের প্রস্তাব বিলম্ব করতে ঘুষ গ্রহণ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের অধিনায়ক মিমো

থাইল্যান্ডে ব্রোঞ্জের পর এবার রুপা জিতলেন বাংলাদেশের সামিউল

টাইগার উডস প্রেমিকা খুঁজে পাওয়ায় খুশি ডোনাল্ড ট্রাম্প

রাগবি বিশ্বকাপেরও আয়োজক হতে চায় সৌদি আরব

কোন অর্জনে টাইগার উডসের পাশে ররি ম্যাকইলরয়

জোকোকে ‘সেঞ্চুরি’র অপেক্ষায় রেখে মেনসিকের মায়ামি ওপেন জয়

আর্চারির অ্যাডহক কমিটিতেও সাধারণ সম্পাদক চপল

বাংলাদেশের দুই কঠিন প্রতিপক্ষ