ওমানের মাসকটে কদিন আগে রং ছড়িয়ে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দল। এবার সেই মঞ্চে পা রাখতেই তিক্ত অভিজ্ঞতা হলো মেয়েদের।
আজ জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৯-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৬ গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল। তৃতীয় কোয়ার্টারেও চীনের সামনে দাঁড়াতে পারেনি মেয়েরা। এই সময়ে আরও ৪ গোল হজম করায় ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৪-০। চতুর্থ কোয়ার্টারে স্কোর ১৯-০ করে নেয় চীন।
ছেলেদের মতো নারী দলও চায় আগামী বছর মেয়েদের জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নিতে। নারী এশিয়া কাপে মেয়েদের বিভাগে অংশ নিচ্ছে ১০ দেশ। এখান থেকে শীর্ষ ৫ দল পাবে জুনিয়র বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট।
আগামী বছরের জুলাই বা ডিসেম্বরে এই বিশ্বকাপ হবে চিলির সান্তিয়াগোতে। এশিয়া কাপে এবার বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ চীন, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড।