গোলাম ওয়াদুদ
আবার বেড়েছে বিটকয়েনের দাম। গতকাল শুক্রবার ডিজিটাল এই মুদ্রার দাম বেড়ে ৪৭ হাজার ৮০০ ডলারে পৌঁছেছে, যা আগের দামের চেয়ে ৯ শতাংশ বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার আবার বিটকয়েনের দাম বাড়ে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বড় বাজার এই ডিজিটাল মুদ্রার। শুক্রবার এর দাম বেড়ে ৪৭ হাজার ৮০০ ডলারে দাঁড়ায়, যা গত ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। একদিনের ব্যবধানে ৯ শতাংশ দাম বৃদ্ধির মতো এত বড় উল্লম্ফন এর আগে গত জুনের মাঝামাঝি দেখা গিয়েছিল।
শুধু বিটকয়েন নয়, দাম বেড়েছে ইথারিয়াম ও এক্সআরপিরও। এগুলোও ক্রিপ্টোকারেন্সি। বাজার বিবেচনায় বিটকয়েনের চেয়ে কম প্রভাবশালী এই দুই মুদ্রার দাম শুক্রবার আগের দামের চেয়ে যথাক্রমে ৭ ও ৫ শতাংশ বৃদ্ধি পায়।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিকে সরকারি স্বীকৃতি দেওয়ার পর থেকে দৃশ্য বদলাতে শুরু করে। মাঝে চীন সরকার এ মুদ্রার ওর নিষেধাজ্ঞা আরোপ করলে বিটকয়েনসহ সব ডিজিটাল মুদ্রার দরপতন হয়। কিন্তু শুক্রবার ভেনেজুয়েলা সরকার এই মুদ্রাকে বৈধতা দিলে এর দামের পালে হাওয়া লাগে। সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে যখন বলা হলো, তারা এই মুদ্রার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা ভাবছে না, তখন তরতর করে এর দাম বাড়তে থাকে।
ক্রিপ্টোকারেন্সি এখন মূল স্রোতের মুদ্রা ব্যবস্থার মধ্যে আত্মীকরণ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। অনেক দেশেই এই ডিজিটাল মুদ্রা বৈধ করা হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, ১২ বছরের উত্থান-পতনের ইতিহাসে এখনই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ল বিটকয়েন। এখন দেখার বিষয়, মার্কিন ডলারের পাশাপাশি যখন বিটকয়েনও বাজারে ছাড়া হবে, তখন মানুষ এই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে কেমন আগ্রহ দেখায়।
এল সালভাদরের মতো করে না হলেও ভেনেজুয়েলা, তাজিকিস্তানের মতো কিছু দেশের দরজা একটু একটু করে খুলে যাচ্ছে বিটকয়েনের জন্য। বৈধতা পাচ্ছে। অনেক দেশের সরকারই বৈধতা দেওয়ার কথা ভাবছে। নাইজেরিয়াসহ বেশ কিছু দেশ নিজস্ব ডিজিটাল মুদ্রার প্রচলনের কথা ভাবছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, দেশে দেশে এই বৈধতা পাওয়ার বিষয়টিই বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার দাম বৃদ্ধির নেপথ্যে কাজ করছে।
বাংলাদেশেও বিষয়টি ইদানীং বেশ আলোচনায় এসেছে। গত জুলাইয়ে এ সম্পর্কিত এক চিঠিতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মত দেয় বাংলাদেশ ব্যাংক। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ মতামত দেওয়া হয়।
চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমান বিশ্বে ভার্চ্যুয়াল মুদ্রার বাজার ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলার। ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনো আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশ–জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
অর্থাৎ, বাংলাদেশে এই মুদ্রার বিনিময়কে বৈধতা দেওয়া না হলেও এটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এমন লেনদেনে কড়াকড়ি কিছুটা শিথিল হলো। ভারতসহ বিভিন্ন দেশে এ নিয়ে চলছে জোর আলোচনা। চীন যখন এই ডিজিটাল মুদ্রাকে নিষিদ্ধ করল, আর যুক্তরাষ্ট্র বৈধতার কথা ভাবছে বলে জানাল, তখন এই ডিজিটাল মুদ্রাও নিজের অজান্তেই ঢুকে গেল ভূরাজনীতির জটিল-কঠিন সমীকরণে। কথা হলো কী এই ডিজিটাল মুদ্রা। এর একেকটির ভিত একেক রকম। এত দিকে না ছুটে বরং সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দিকে দৃষ্টি নিবদ্ধ করা যাক।
বিটকয়েন কী, কেন, কীভাবে?
টাকা পয়সার মতোই একটি মুদ্রা বিটকয়েন। কিন্তু এটি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা। এটা একটি বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। বাণিজ্যিক বা কেন্দ্রীয় ব্যাংকগুলোর থেকে এটা একদম পৃথক এক ব্যবস্থা। পৃথিবীজুড়ে একই শর্তে বিটকয়েন বিনিময় করতে হয়। এই কয়েন ক্রিপ্টোকারেন্সি প্রটোকলের মাধ্যমে পরিচালিত হয়। ব্যবহারকারীর পরিচয় ও ক্রিয়াকলাপ গোপনের জন্য ব্যবহার করা হয় এনক্রিপশন।
ডিজিটাল মুদ্রা বিটকয়েনের জন্ম ২০০৮ সালে। ওই বছরের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার প্রকৌশলী এই ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবন করেন। ২০০৮ সালে এর নকশা হলেও এটি মুক্ত সোর্স সফটওয়্যার হিসেবে প্রকাশিত হয় ২০০৯ সালের জানুয়ারিতে।
বিটকয়েন ধরে রাখার তিনটি ভিন্ন পদ্ধতি আছে। প্রথমত, আপনি কয়েনবেস বা বিটফিন্যান্সের মতো অনলাইন এক্সচেঞ্জগুলোতে আইনি দরপত্র দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। দ্বিতীয়ত, আপনি আপনার পণ্য ও পরিষেবা বিনিময়ের মাধ্যমে বিটকয়েন রাখতে পারবেন। তৃতীয়ত, প্রক্রিয়াকরণ (মাইনিং) করে আপনি নিজে বিটকয়েন তৈরি করতে পারেন। বিটকয়েন তৈরি করতে খনি শ্রমিকের মতো পরিশ্রম করতে হয়। মেধা তো আছেই, প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তিরও প্রয়োজন।
টাকা-পয়সা রাখতে যেমন আমরা মানিব্যাগ বা ওয়ালেট ব্যবহার করি, তেমনি বিটকয়েন রাখতে দরকার ডিজিটাল ওয়ালেট বা মানিব্যাগ। ডিজিটাল মানিব্যাগ ছাড়া কোনো বিটকয়েন রাখা যায় না। আপনাকে বিটকয়েন কেনার আগে কম্পিউটারে তথাকথিত ওয়ালেট বা মানিব্যাগ সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই মানিব্যাগে একটি সর্বজনীন বা ব্যক্তিগত চাবি দেওয়া থাকে, যা ব্যবহারকারীকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অনুমোদন দেয়। স্মার্টফোন, ইউএসবি স্টিক বা অন্য কোনো ডিজিটাল হার্ডওয়্যার বা ক্লাউডভিত্তিক ডেটা স্টোরেজও মানিব্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ডিজিটাল মানিব্যাগ ছাড়া আপনার জন্য কোনো বিটকয়েন দেওয়া হবে না।
বিটকয়েনের মাধ্যমে পণ্য ক্রয়ের প্রক্রিয়াও অনেকটা সহজ। ধরুন, জনাব এক্স-এর একটি টুপি দরকার। আর টুপিটি বিক্রি করবেন জনাব ওয়াই। তাহলে প্রথমে জনাব এক্সকে তার মানিব্যাগের ঠিকানা দিতে হবে। অর্থাৎ, এটি একটি ব্যাংকের মতো। এক্স তখন ওয়াইয়ের ঠিকানা পাওয়ার পর সত্যি তিনি ডিজিটাল মুদ্রার প্রেরক কিনা, তা যাচাই করে ব্যক্তিগত চাবি দিয়ে সই করে দেবেন। প্রতিদিন এমন হাজার হাজার বিটকয়েন লেনদেন একটি ব্লকচেইনে সংরক্ষণ করা হয়। এর পর এক্সের লেনদেনটি পিয়ার টু পিয়ারের মাধ্যমে সমস্ত অংশগ্রহণকারীকে জানানো হয়, যাকে নোডও বলা হয়। তারা ব্যক্তিগত কম্পিউটার বা মাইনারের মাধ্যমে লেনদেনের বৈধতা যাচাই করে। এর পর সেই বিটকয়েন পাঠানো হবে ওয়াইয়ের মানিব্যাগে। এরপরই তিনি ব্যক্তিগত চাবি দিয়ে তা আনলক করতে পারবেন।
তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেক লেনদেনকারী ব্লকচেইন নেটওয়ার্কে ‘মাইনার’ হতে পারেন। তবে বেশির ভাগ সময় এই কাজগুলো বড় কম্পিউটার প্রতিষ্ঠানে করা হয়, যাদের অনেক বেশি শক্তি উৎপাদনের ক্ষমতা রয়েছে।
এই যে লেনদেন, এর তথ্য বা ডেটা হবে অপরিবর্তনীয়। এক্স ও ওয়াইয়ের মধ্যে বিটকয়েন লেনদেন একটি বিশাল পাবলিক লেজার বা ব্লকচেইনে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ব্লক সিস্টেমে কেউ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবহারকারীর প্রতিটি লেনদেন সম্পর্কে সবাইকে সচেতন করে দেওয়া হয়। কাকে কয়টি বিটকয়েন পাঠানো হয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়। কোনও লেনদেন পরিবর্তন করা যাবে না।
বিটকয়েনে কিছু বিতর্ক থেকেই যায়। মাইনাররা লেনদেনের প্রক্রিয়া করার সময় নতুন বিটকয়েন তৈরি করে, যেখানে তারা বিশেষ ডিক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে। এই প্রক্রিয়া একবার সম্পন্ন হলে চেইনে একটি নতুন ব্লক যুক্ত হয় এবং মাইনারকে বিটকয়েন দিয়ে পুরস্কৃত করা হয়। বিটকয়েন নেটওয়ার্কের বড় মাইনার হচ্ছে চীন। কয়লা থেকে সস্তা বিদ্যুৎই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। অন্য দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, মালয়েশিয়া ইত্যাদি। কিন্তু এখন এই চীনই বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন নিষিদ্ধ করল।
বিটকয়েনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন। ক্রিপ্টোমাইনিং ও প্রক্রিয়াকরণের জন্য বৃহদাকার কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হয়। তাই বিটকয়েন নেটওয়ার্ক বিপুল পরিমাণে শক্তি ব্যয় করে। প্রতি বছর ১২০ টেরাওয়াট ঘণ্টা শক্তি গ্রহণ করে। ইউনিভার্সিটি অব কেমব্রিজের বিটকয়েন ইলেকট্রিসিটি কনজাম্পশন ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে।
সে যাক। এত ঝুঁকি সত্ত্বেও বহু দেশ তো বিটকয়েনসহ ডিজিটাল মুদ্রায় এখন আস্থা পাচ্ছে। বাংলাদেশেরও এ নিয়ে দৃষ্টিভঙ্গির কিছুটা বদলের আঁচ পাওয়া যাচ্ছে। ফলে যারা এই বিটকয়েন নিয়ে মশগুল, বিশেষত যারা খনি থেকে মুদ্রা তুলে আনার স্বপ্ন দেখেন, তাঁরা প্রস্তুতি নিতেই পারেন। তবে সবকিছুর ঊর্ধ্বে নিজ দেশের প্রশাসন এই লেনদেন ও মাইনিংকে সমর্থন করে কিনা, তা জেনে নিন।
আবার বেড়েছে বিটকয়েনের দাম। গতকাল শুক্রবার ডিজিটাল এই মুদ্রার দাম বেড়ে ৪৭ হাজার ৮০০ ডলারে পৌঁছেছে, যা আগের দামের চেয়ে ৯ শতাংশ বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার আবার বিটকয়েনের দাম বাড়ে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বড় বাজার এই ডিজিটাল মুদ্রার। শুক্রবার এর দাম বেড়ে ৪৭ হাজার ৮০০ ডলারে দাঁড়ায়, যা গত ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। একদিনের ব্যবধানে ৯ শতাংশ দাম বৃদ্ধির মতো এত বড় উল্লম্ফন এর আগে গত জুনের মাঝামাঝি দেখা গিয়েছিল।
শুধু বিটকয়েন নয়, দাম বেড়েছে ইথারিয়াম ও এক্সআরপিরও। এগুলোও ক্রিপ্টোকারেন্সি। বাজার বিবেচনায় বিটকয়েনের চেয়ে কম প্রভাবশালী এই দুই মুদ্রার দাম শুক্রবার আগের দামের চেয়ে যথাক্রমে ৭ ও ৫ শতাংশ বৃদ্ধি পায়।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিকে সরকারি স্বীকৃতি দেওয়ার পর থেকে দৃশ্য বদলাতে শুরু করে। মাঝে চীন সরকার এ মুদ্রার ওর নিষেধাজ্ঞা আরোপ করলে বিটকয়েনসহ সব ডিজিটাল মুদ্রার দরপতন হয়। কিন্তু শুক্রবার ভেনেজুয়েলা সরকার এই মুদ্রাকে বৈধতা দিলে এর দামের পালে হাওয়া লাগে। সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে যখন বলা হলো, তারা এই মুদ্রার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা ভাবছে না, তখন তরতর করে এর দাম বাড়তে থাকে।
ক্রিপ্টোকারেন্সি এখন মূল স্রোতের মুদ্রা ব্যবস্থার মধ্যে আত্মীকরণ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। অনেক দেশেই এই ডিজিটাল মুদ্রা বৈধ করা হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, ১২ বছরের উত্থান-পতনের ইতিহাসে এখনই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ল বিটকয়েন। এখন দেখার বিষয়, মার্কিন ডলারের পাশাপাশি যখন বিটকয়েনও বাজারে ছাড়া হবে, তখন মানুষ এই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে কেমন আগ্রহ দেখায়।
এল সালভাদরের মতো করে না হলেও ভেনেজুয়েলা, তাজিকিস্তানের মতো কিছু দেশের দরজা একটু একটু করে খুলে যাচ্ছে বিটকয়েনের জন্য। বৈধতা পাচ্ছে। অনেক দেশের সরকারই বৈধতা দেওয়ার কথা ভাবছে। নাইজেরিয়াসহ বেশ কিছু দেশ নিজস্ব ডিজিটাল মুদ্রার প্রচলনের কথা ভাবছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, দেশে দেশে এই বৈধতা পাওয়ার বিষয়টিই বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার দাম বৃদ্ধির নেপথ্যে কাজ করছে।
বাংলাদেশেও বিষয়টি ইদানীং বেশ আলোচনায় এসেছে। গত জুলাইয়ে এ সম্পর্কিত এক চিঠিতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মত দেয় বাংলাদেশ ব্যাংক। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ মতামত দেওয়া হয়।
চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমান বিশ্বে ভার্চ্যুয়াল মুদ্রার বাজার ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলার। ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনো আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশ–জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
অর্থাৎ, বাংলাদেশে এই মুদ্রার বিনিময়কে বৈধতা দেওয়া না হলেও এটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এমন লেনদেনে কড়াকড়ি কিছুটা শিথিল হলো। ভারতসহ বিভিন্ন দেশে এ নিয়ে চলছে জোর আলোচনা। চীন যখন এই ডিজিটাল মুদ্রাকে নিষিদ্ধ করল, আর যুক্তরাষ্ট্র বৈধতার কথা ভাবছে বলে জানাল, তখন এই ডিজিটাল মুদ্রাও নিজের অজান্তেই ঢুকে গেল ভূরাজনীতির জটিল-কঠিন সমীকরণে। কথা হলো কী এই ডিজিটাল মুদ্রা। এর একেকটির ভিত একেক রকম। এত দিকে না ছুটে বরং সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দিকে দৃষ্টি নিবদ্ধ করা যাক।
বিটকয়েন কী, কেন, কীভাবে?
টাকা পয়সার মতোই একটি মুদ্রা বিটকয়েন। কিন্তু এটি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা। এটা একটি বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। বাণিজ্যিক বা কেন্দ্রীয় ব্যাংকগুলোর থেকে এটা একদম পৃথক এক ব্যবস্থা। পৃথিবীজুড়ে একই শর্তে বিটকয়েন বিনিময় করতে হয়। এই কয়েন ক্রিপ্টোকারেন্সি প্রটোকলের মাধ্যমে পরিচালিত হয়। ব্যবহারকারীর পরিচয় ও ক্রিয়াকলাপ গোপনের জন্য ব্যবহার করা হয় এনক্রিপশন।
ডিজিটাল মুদ্রা বিটকয়েনের জন্ম ২০০৮ সালে। ওই বছরের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার প্রকৌশলী এই ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবন করেন। ২০০৮ সালে এর নকশা হলেও এটি মুক্ত সোর্স সফটওয়্যার হিসেবে প্রকাশিত হয় ২০০৯ সালের জানুয়ারিতে।
বিটকয়েন ধরে রাখার তিনটি ভিন্ন পদ্ধতি আছে। প্রথমত, আপনি কয়েনবেস বা বিটফিন্যান্সের মতো অনলাইন এক্সচেঞ্জগুলোতে আইনি দরপত্র দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। দ্বিতীয়ত, আপনি আপনার পণ্য ও পরিষেবা বিনিময়ের মাধ্যমে বিটকয়েন রাখতে পারবেন। তৃতীয়ত, প্রক্রিয়াকরণ (মাইনিং) করে আপনি নিজে বিটকয়েন তৈরি করতে পারেন। বিটকয়েন তৈরি করতে খনি শ্রমিকের মতো পরিশ্রম করতে হয়। মেধা তো আছেই, প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তিরও প্রয়োজন।
টাকা-পয়সা রাখতে যেমন আমরা মানিব্যাগ বা ওয়ালেট ব্যবহার করি, তেমনি বিটকয়েন রাখতে দরকার ডিজিটাল ওয়ালেট বা মানিব্যাগ। ডিজিটাল মানিব্যাগ ছাড়া কোনো বিটকয়েন রাখা যায় না। আপনাকে বিটকয়েন কেনার আগে কম্পিউটারে তথাকথিত ওয়ালেট বা মানিব্যাগ সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই মানিব্যাগে একটি সর্বজনীন বা ব্যক্তিগত চাবি দেওয়া থাকে, যা ব্যবহারকারীকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অনুমোদন দেয়। স্মার্টফোন, ইউএসবি স্টিক বা অন্য কোনো ডিজিটাল হার্ডওয়্যার বা ক্লাউডভিত্তিক ডেটা স্টোরেজও মানিব্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ডিজিটাল মানিব্যাগ ছাড়া আপনার জন্য কোনো বিটকয়েন দেওয়া হবে না।
বিটকয়েনের মাধ্যমে পণ্য ক্রয়ের প্রক্রিয়াও অনেকটা সহজ। ধরুন, জনাব এক্স-এর একটি টুপি দরকার। আর টুপিটি বিক্রি করবেন জনাব ওয়াই। তাহলে প্রথমে জনাব এক্সকে তার মানিব্যাগের ঠিকানা দিতে হবে। অর্থাৎ, এটি একটি ব্যাংকের মতো। এক্স তখন ওয়াইয়ের ঠিকানা পাওয়ার পর সত্যি তিনি ডিজিটাল মুদ্রার প্রেরক কিনা, তা যাচাই করে ব্যক্তিগত চাবি দিয়ে সই করে দেবেন। প্রতিদিন এমন হাজার হাজার বিটকয়েন লেনদেন একটি ব্লকচেইনে সংরক্ষণ করা হয়। এর পর এক্সের লেনদেনটি পিয়ার টু পিয়ারের মাধ্যমে সমস্ত অংশগ্রহণকারীকে জানানো হয়, যাকে নোডও বলা হয়। তারা ব্যক্তিগত কম্পিউটার বা মাইনারের মাধ্যমে লেনদেনের বৈধতা যাচাই করে। এর পর সেই বিটকয়েন পাঠানো হবে ওয়াইয়ের মানিব্যাগে। এরপরই তিনি ব্যক্তিগত চাবি দিয়ে তা আনলক করতে পারবেন।
তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেক লেনদেনকারী ব্লকচেইন নেটওয়ার্কে ‘মাইনার’ হতে পারেন। তবে বেশির ভাগ সময় এই কাজগুলো বড় কম্পিউটার প্রতিষ্ঠানে করা হয়, যাদের অনেক বেশি শক্তি উৎপাদনের ক্ষমতা রয়েছে।
এই যে লেনদেন, এর তথ্য বা ডেটা হবে অপরিবর্তনীয়। এক্স ও ওয়াইয়ের মধ্যে বিটকয়েন লেনদেন একটি বিশাল পাবলিক লেজার বা ব্লকচেইনে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ব্লক সিস্টেমে কেউ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবহারকারীর প্রতিটি লেনদেন সম্পর্কে সবাইকে সচেতন করে দেওয়া হয়। কাকে কয়টি বিটকয়েন পাঠানো হয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়। কোনও লেনদেন পরিবর্তন করা যাবে না।
বিটকয়েনে কিছু বিতর্ক থেকেই যায়। মাইনাররা লেনদেনের প্রক্রিয়া করার সময় নতুন বিটকয়েন তৈরি করে, যেখানে তারা বিশেষ ডিক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে। এই প্রক্রিয়া একবার সম্পন্ন হলে চেইনে একটি নতুন ব্লক যুক্ত হয় এবং মাইনারকে বিটকয়েন দিয়ে পুরস্কৃত করা হয়। বিটকয়েন নেটওয়ার্কের বড় মাইনার হচ্ছে চীন। কয়লা থেকে সস্তা বিদ্যুৎই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। অন্য দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, মালয়েশিয়া ইত্যাদি। কিন্তু এখন এই চীনই বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন নিষিদ্ধ করল।
বিটকয়েনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন। ক্রিপ্টোমাইনিং ও প্রক্রিয়াকরণের জন্য বৃহদাকার কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হয়। তাই বিটকয়েন নেটওয়ার্ক বিপুল পরিমাণে শক্তি ব্যয় করে। প্রতি বছর ১২০ টেরাওয়াট ঘণ্টা শক্তি গ্রহণ করে। ইউনিভার্সিটি অব কেমব্রিজের বিটকয়েন ইলেকট্রিসিটি কনজাম্পশন ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে।
সে যাক। এত ঝুঁকি সত্ত্বেও বহু দেশ তো বিটকয়েনসহ ডিজিটাল মুদ্রায় এখন আস্থা পাচ্ছে। বাংলাদেশেরও এ নিয়ে দৃষ্টিভঙ্গির কিছুটা বদলের আঁচ পাওয়া যাচ্ছে। ফলে যারা এই বিটকয়েন নিয়ে মশগুল, বিশেষত যারা খনি থেকে মুদ্রা তুলে আনার স্বপ্ন দেখেন, তাঁরা প্রস্তুতি নিতেই পারেন। তবে সবকিছুর ঊর্ধ্বে নিজ দেশের প্রশাসন এই লেনদেন ও মাইনিংকে সমর্থন করে কিনা, তা জেনে নিন।
ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান। তাদের বৈঠকের টেবিলে দুই দেশের পতাকা সাজানো ছিল। কামরুল হাসান পাকিস্তানের অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেও তাঁর এই সফরের প্রধান আকর্ষণ ছিল সেনাপ্রধা
২ দিন আগেপাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক কেমন হবে, সেই বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। আগেরবারের দেশ দুটিকে ঘিরে নীতিমালায় যে অসামঞ্জস্য ছিল, সেগুলো টিকে থাকবে নাকি ভারসাম্যপূর্ণ ও সুসংগত হবে, তা লক্ষ্য করার বিষয়। এক্ষেত্রে ২০২৪ সালে উভয় দেশের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ একটা গুরুত্বপ
২ দিন আগেফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ১৫ মাস ধরে। এই সময়ে ইসরায়েলি হত্যাকাণ্ডে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে; আহত হয়েছে লক্ষাধিক। আর পুরো গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় শতভাগই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ত্রিদেশীয় মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির ঘোষণা আশ
২ দিন আগেভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ও চিকিৎসাসেবা ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে। গত আগস্টে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক অস্থিরতায় ভারত বাংলাদেশে তাদের ভিসা...
২ দিন আগে