অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সাবেক দেহরক্ষী আলেক্সি ডিউমিনকে বুধবার (২৯ মে) স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নিযুক্ত করেছেন। পুতিনের এমন পদক্ষেপ নিয়ে রাশিয়ার শীর্ষ মহলেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন—এর মধ্যে পুতিন তাঁর উত্তরসূরিকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
ব্লুমবার্গ ও রয়টার্সের বরাতে জানা গেছে, ক্রেমলিনের ওয়েবসাইটে মাত্র এক লাইনের একটি বিবৃতিতে ডিউমিনের নতুন ভূমিকার কথা ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে, নির্বাহী এই আদেশে প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষর করেছেন।
৫১ বছর বয়সী ডিউমিনকে ইতিপূর্বে ‘পুতিনের তরুণ রাজপুত্রদের একজন’ বলে আখ্যায়িত করেছিলেন রুশ বিশেষজ্ঞ ও লেখক মার্ক গ্যালিওত্তি। গত মে মাসে প্রতিরক্ষা শিল্পের তত্ত্বাবধানের জন্য পুতিনের সহযোগী হিসাবে ডিউমিনের নাম ঘোষণা করা হলে গ্যালিওত্তি ওই মন্তব্য করেছিলেন।
ডিউমিনের নতুন নিয়োগের বিষয়টি রাশিয়ায় যে বড় ধরনের জল্পনার জন্ম দিয়েছে, তা আঁচ করা যায় ক্রেমলিনের সাবেক উপদেষ্টা এবং পুতিন সমর্থক সের্গেই মার্কভের একটি মন্তব্য থেকে। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রীয় কাউন্সিলের সচিব হিসাবে ডিউমিনকে নিয়োগ করায় রাশিয়ার অভিজাতেরা উত্তেজিত।’
মার্কভ আরও লিখেছেন, ‘এর মধ্য দিয়ে এটাই নিশ্চিত হয় যে, পুতিনের পছন্দে ডিউমিনই হতে যাচ্ছেন রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট।’
৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিনের এখন পর্যন্ত কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তবে ক্রেমলিনের বিভিন্ন রদবদলের মধ্য দিয়ে কেউ কেউ এই বিষয়টি আঁচ করার প্রচেষ্টা চালান। বিশেষজ্ঞরা বলছেন—স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে নিয়োগ ডিউমিনকে পুতিনের কক্ষপথের কাছাকাছি নিয়ে আসবে। এই কাউন্সিলের সভাপতিত্ব করেন পুতিন নিজেই। রাশিয়ার আঞ্চলিক প্রধানদের নিয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে এবং ২০২০ সাল থেকেই রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে এই কাউন্সিল ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দিয়ে আসছে। কাউন্সিলে নতুন নিয়োগ পাওয়ার পর ডিউমিন ৭২ বছর বয়সী ইগর লেভিটিনের কাছ থেকে নিজের দায়িত্ব গ্রহণ করবেন।
রাশিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে ডিউমিনের সম্ভাবনা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা রয়েছে বলে জানা গেছে। কুর্স্কে জন্মগ্রহণ করা এই নেতা রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক মহলে বেশ সুপরিচিত। কারণ ইতিপূর্বে তিনি প্রেসিডেন্ট পুতিনের দেহরক্ষী হিসাবে কাজ করেছেন, এমনকি পুতিনের সঙ্গে তিনি আইস হকিও খেলেছেন।
২০১৬ সালে একটি সংবাদপত্রকে ডিউমিন জানিয়েছিলেন—কীভাবে তিনি একবার পাহাড়ে অবস্থিত পুতিনের একটি প্রাসাদ থেকে একটি ভালুককে ভয় দেখিয়ে বিদায় করেছিলেন। সেই সময় প্রাসাদের ভেতর পুতিন বিশ্রাম নিচ্ছিলেন বলেও জানিয়েছিলেন ডিউমিন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিপূর্বে রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার ‘হিরো অব রাশিয়া স্টেট অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন ডিউমিন। ১৯৯৫ সালে দেশটির ফেডারেল গার্ড সার্ভিসে প্রবেশ করেছিলেন তিনি। এই বাহিনী সাধারণত ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা দিয়ে থাকে। নিজের ভূমিকার বিষয়ে ডিউমিন বলেছিলেন, ‘আমি এমন একটি দলের অংশ ছিলাম যারা রাশিয়া এবং বিদেশে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করেছে।’
২০১৪ সালে যখন ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়া অধিগ্রহণ করেছিল সেই সময় জিআরইউ মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের উপ-প্রধান ছিলেন ডিউমিন। পরবর্তীতে তিনি তুলা অঞ্চলের গভর্নর হিসাবে কাজ করেছিলেন।
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ডিউমিন। কারণ ব্রিটিশ সরকার দাবি করে, ক্রিমিয়া দখলের সময় একটি বিশেষ অপারেশন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০২২ সালে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিযুক্ত কর্মীদের জন্য একটি ড্রোন প্রশিক্ষণ স্কুল চালু করেছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সাবেক দেহরক্ষী আলেক্সি ডিউমিনকে বুধবার (২৯ মে) স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নিযুক্ত করেছেন। পুতিনের এমন পদক্ষেপ নিয়ে রাশিয়ার শীর্ষ মহলেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন—এর মধ্যে পুতিন তাঁর উত্তরসূরিকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
ব্লুমবার্গ ও রয়টার্সের বরাতে জানা গেছে, ক্রেমলিনের ওয়েবসাইটে মাত্র এক লাইনের একটি বিবৃতিতে ডিউমিনের নতুন ভূমিকার কথা ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে, নির্বাহী এই আদেশে প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষর করেছেন।
৫১ বছর বয়সী ডিউমিনকে ইতিপূর্বে ‘পুতিনের তরুণ রাজপুত্রদের একজন’ বলে আখ্যায়িত করেছিলেন রুশ বিশেষজ্ঞ ও লেখক মার্ক গ্যালিওত্তি। গত মে মাসে প্রতিরক্ষা শিল্পের তত্ত্বাবধানের জন্য পুতিনের সহযোগী হিসাবে ডিউমিনের নাম ঘোষণা করা হলে গ্যালিওত্তি ওই মন্তব্য করেছিলেন।
ডিউমিনের নতুন নিয়োগের বিষয়টি রাশিয়ায় যে বড় ধরনের জল্পনার জন্ম দিয়েছে, তা আঁচ করা যায় ক্রেমলিনের সাবেক উপদেষ্টা এবং পুতিন সমর্থক সের্গেই মার্কভের একটি মন্তব্য থেকে। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রীয় কাউন্সিলের সচিব হিসাবে ডিউমিনকে নিয়োগ করায় রাশিয়ার অভিজাতেরা উত্তেজিত।’
মার্কভ আরও লিখেছেন, ‘এর মধ্য দিয়ে এটাই নিশ্চিত হয় যে, পুতিনের পছন্দে ডিউমিনই হতে যাচ্ছেন রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট।’
৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিনের এখন পর্যন্ত কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তবে ক্রেমলিনের বিভিন্ন রদবদলের মধ্য দিয়ে কেউ কেউ এই বিষয়টি আঁচ করার প্রচেষ্টা চালান। বিশেষজ্ঞরা বলছেন—স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে নিয়োগ ডিউমিনকে পুতিনের কক্ষপথের কাছাকাছি নিয়ে আসবে। এই কাউন্সিলের সভাপতিত্ব করেন পুতিন নিজেই। রাশিয়ার আঞ্চলিক প্রধানদের নিয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে এবং ২০২০ সাল থেকেই রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে এই কাউন্সিল ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দিয়ে আসছে। কাউন্সিলে নতুন নিয়োগ পাওয়ার পর ডিউমিন ৭২ বছর বয়সী ইগর লেভিটিনের কাছ থেকে নিজের দায়িত্ব গ্রহণ করবেন।
রাশিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে ডিউমিনের সম্ভাবনা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা রয়েছে বলে জানা গেছে। কুর্স্কে জন্মগ্রহণ করা এই নেতা রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক মহলে বেশ সুপরিচিত। কারণ ইতিপূর্বে তিনি প্রেসিডেন্ট পুতিনের দেহরক্ষী হিসাবে কাজ করেছেন, এমনকি পুতিনের সঙ্গে তিনি আইস হকিও খেলেছেন।
২০১৬ সালে একটি সংবাদপত্রকে ডিউমিন জানিয়েছিলেন—কীভাবে তিনি একবার পাহাড়ে অবস্থিত পুতিনের একটি প্রাসাদ থেকে একটি ভালুককে ভয় দেখিয়ে বিদায় করেছিলেন। সেই সময় প্রাসাদের ভেতর পুতিন বিশ্রাম নিচ্ছিলেন বলেও জানিয়েছিলেন ডিউমিন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিপূর্বে রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার ‘হিরো অব রাশিয়া স্টেট অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন ডিউমিন। ১৯৯৫ সালে দেশটির ফেডারেল গার্ড সার্ভিসে প্রবেশ করেছিলেন তিনি। এই বাহিনী সাধারণত ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা দিয়ে থাকে। নিজের ভূমিকার বিষয়ে ডিউমিন বলেছিলেন, ‘আমি এমন একটি দলের অংশ ছিলাম যারা রাশিয়া এবং বিদেশে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করেছে।’
২০১৪ সালে যখন ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়া অধিগ্রহণ করেছিল সেই সময় জিআরইউ মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের উপ-প্রধান ছিলেন ডিউমিন। পরবর্তীতে তিনি তুলা অঞ্চলের গভর্নর হিসাবে কাজ করেছিলেন।
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ডিউমিন। কারণ ব্রিটিশ সরকার দাবি করে, ক্রিমিয়া দখলের সময় একটি বিশেষ অপারেশন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০২২ সালে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিযুক্ত কর্মীদের জন্য একটি ড্রোন প্রশিক্ষণ স্কুল চালু করেছিলেন।
ড. ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন, তখন পুরো জাতি তাঁকে স্বাগত জানিয়েছিল। তবে তাঁকে পরিষ্কারভাবে এই পরিকল্পনা প্রকাশ করতে হবে যে, তিনি কীভাবে দেশ শাসন করবেন এবং ক্ষমতা হস্তান্তর করবেন।
৬ ঘণ্টা আগেসম্প্রতি দুই বিলিয়ন ডলার মূল্যের মার্কিন ডলারনির্ভর বন্ড বিক্রি করেছে চীন। গত তিন বছরের মধ্যে এবারই প্রথম দেশটি এমন উদ্যোগ নিয়েছে। ঘটনাটি বিশ্লেষকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা মনে করছেন, এই উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিয়েছে চীন।
১ দিন আগেএকটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলো
১ দিন আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
৩ দিন আগে