অনলাইন ডেস্ক
নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর ছেলেদের বলে গিয়েছিলেন, তাঁর শেষ লেখা যেন প্রকাশ করা না হয়। এমনকি মার্কেজ চেয়েছিলেন, তাঁর সেই উপন্যাসের পাণ্ডুলিপি ধ্বংস করা হোক। কিন্তু বাবার সেই আদেশ মানেননি ছেলে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মার্কেজের শেষ লেখা উপন্যাস ‘আনটিল আগস্ট’ প্রকাশ করেছেন তাঁরা।
মার্কেজ মারা গেছেন এক দশক হয়ে গেল। মৃত্যুর আগে তিনি স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। তবে লেখা বন্ধ করেননি। সে সময়ও তিনি একটি উপন্যাস লিখেছিলেন, তবে তা প্রকাশ করেননি। উল্টো ছেলেদের বলেছিলেন, তাঁর সেই পাণ্ডুলিপি ধ্বংস করা হোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেজের ছেলেরা তাঁদের বাবার আদেশ অমান্য করার বিষয়টিকে তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ সঙ্গে তুলনা করেছেন। তবে তাঁরা ‘আনটিল আগস্ট’ নামে বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দিতও।
মার্কেজের লেখা শেষ উপন্যাস ‘আনটিল আগস্ট’ এখন পর্যন্ত পাঠকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাহিত্য সমালোচক লুসি হিউ-হ্যালেট এই উপন্যাসকে ‘একটি সাধারণ খসড়া’ বলেই আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই খসড়া বেশ অস্পষ্ট এবং আর দশটা খসড়ার মতোই ত্রুটিপূর্ণ।’
লুসি আরও বলেছেন, ‘তবে তাঁর মতো একজন কুশলীর কাছ থেকে এই অস্পষ্ট খসড়াও স্বাগত।’ পুরো উপন্যাসের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘১০০ পৃষ্ঠার বইটি একটি বিবর্ণ স্মারকের মতো। চটকদার কিন্তু অসাধারণ পরাবাস্তব জগতের সঙ্গে এর সংযোগের জন্য এটি মূল্যবান। মার্কেজ তাঁর জীবনের সবচেয়ে দারুণ সময়ে যে ধরনের সৃষ্টিশীলতা দেখিয়েছেন, এটি তার মতোই।’
কলাম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ২০১৪ মারা যান। তিনি তাঁর রচনায় জাদুবাস্তবতা ব্যবহারের মুনশিয়ানার জন্য ব্যাপকভাবে পরিচিত। তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ‘নিঃসঙ্গতার ১০০ বছর’, ‘কলেরার দিনগুলিতে প্রেম’। তাঁর এই বই দুটি সারা বিশ্বে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে।
নিজের বাবার শেষ ইচ্ছার অবাধ্য হয়ে বই প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গঞ্জালো গার্সিয়া বার্সা বিবিসিকে বলেছেন, ‘লেখক তাঁর কাজ মূল্যায়ন করার অবস্থায় ছিলেন না। কারণ তিনি কেবল তাঁর ত্রুটিগুলোই দেখতে পেতেন। কিন্তু সেখানে থাকা চমৎকার বিষয়গুলো তিনি সে সময় দেখতে পাননি।’
নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর ছেলেদের বলে গিয়েছিলেন, তাঁর শেষ লেখা যেন প্রকাশ করা না হয়। এমনকি মার্কেজ চেয়েছিলেন, তাঁর সেই উপন্যাসের পাণ্ডুলিপি ধ্বংস করা হোক। কিন্তু বাবার সেই আদেশ মানেননি ছেলে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মার্কেজের শেষ লেখা উপন্যাস ‘আনটিল আগস্ট’ প্রকাশ করেছেন তাঁরা।
মার্কেজ মারা গেছেন এক দশক হয়ে গেল। মৃত্যুর আগে তিনি স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। তবে লেখা বন্ধ করেননি। সে সময়ও তিনি একটি উপন্যাস লিখেছিলেন, তবে তা প্রকাশ করেননি। উল্টো ছেলেদের বলেছিলেন, তাঁর সেই পাণ্ডুলিপি ধ্বংস করা হোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেজের ছেলেরা তাঁদের বাবার আদেশ অমান্য করার বিষয়টিকে তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ সঙ্গে তুলনা করেছেন। তবে তাঁরা ‘আনটিল আগস্ট’ নামে বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দিতও।
মার্কেজের লেখা শেষ উপন্যাস ‘আনটিল আগস্ট’ এখন পর্যন্ত পাঠকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাহিত্য সমালোচক লুসি হিউ-হ্যালেট এই উপন্যাসকে ‘একটি সাধারণ খসড়া’ বলেই আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই খসড়া বেশ অস্পষ্ট এবং আর দশটা খসড়ার মতোই ত্রুটিপূর্ণ।’
লুসি আরও বলেছেন, ‘তবে তাঁর মতো একজন কুশলীর কাছ থেকে এই অস্পষ্ট খসড়াও স্বাগত।’ পুরো উপন্যাসের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘১০০ পৃষ্ঠার বইটি একটি বিবর্ণ স্মারকের মতো। চটকদার কিন্তু অসাধারণ পরাবাস্তব জগতের সঙ্গে এর সংযোগের জন্য এটি মূল্যবান। মার্কেজ তাঁর জীবনের সবচেয়ে দারুণ সময়ে যে ধরনের সৃষ্টিশীলতা দেখিয়েছেন, এটি তার মতোই।’
কলাম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ২০১৪ মারা যান। তিনি তাঁর রচনায় জাদুবাস্তবতা ব্যবহারের মুনশিয়ানার জন্য ব্যাপকভাবে পরিচিত। তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ‘নিঃসঙ্গতার ১০০ বছর’, ‘কলেরার দিনগুলিতে প্রেম’। তাঁর এই বই দুটি সারা বিশ্বে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে।
নিজের বাবার শেষ ইচ্ছার অবাধ্য হয়ে বই প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গঞ্জালো গার্সিয়া বার্সা বিবিসিকে বলেছেন, ‘লেখক তাঁর কাজ মূল্যায়ন করার অবস্থায় ছিলেন না। কারণ তিনি কেবল তাঁর ত্রুটিগুলোই দেখতে পেতেন। কিন্তু সেখানে থাকা চমৎকার বিষয়গুলো তিনি সে সময় দেখতে পাননি।’
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূ
১৮ ঘণ্টা আগে‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০২৫। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে কবিতার এই আসর। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এটি জানানো হয়েছে...
৭ দিন আগেবাংলা একাডেমি ২০২৪ সালের ষাণ্মাসিক ফেলোশিপ এবং ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, শিল্পকলা এবং ভাষা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ফেলোশিপ পাচ্ছেন। এ ছাড়া প্রবন্ধ, শিশুসাহিত্য, নাটক এবং কথাসাহিত্যে অবদানের জন্য মোট ছয়টি পুরস্কার দেওয়া হচ্
২৩ দিন আগেসূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে...
২১ ডিসেম্বর ২০২৪