নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ সাল শেষ হওয়ার পথে। বিদায়ী বছরের ষাণ্মাসিক ফেলোশিপ এবং ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তাঁরা।
এ বছর ষাণ্মাসিক ফেলোশিপ পাচ্ছেন মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) এবং শম্ভু আচার্য (শিল্পকলা)।
এ ছাড়া বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কারে মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন নাট্যজন নায়লা আজাদ এবং আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। এ পুরস্কারগুলোর অর্থমূল্য এক লাখ টাকা করে। এ ছাড়া সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
এ ছাড়া অনূর্ধ্ব-৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
আগামীকাল শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় ষাণ্মাসিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
২০২৪ সাল শেষ হওয়ার পথে। বিদায়ী বছরের ষাণ্মাসিক ফেলোশিপ এবং ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তাঁরা।
এ বছর ষাণ্মাসিক ফেলোশিপ পাচ্ছেন মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) এবং শম্ভু আচার্য (শিল্পকলা)।
এ ছাড়া বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কারে মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন নাট্যজন নায়লা আজাদ এবং আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। এ পুরস্কারগুলোর অর্থমূল্য এক লাখ টাকা করে। এ ছাড়া সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
এ ছাড়া অনূর্ধ্ব-৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
আগামীকাল শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় ষাণ্মাসিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০২৫। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে কবিতার এই আসর। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এটি জানানো হয়েছে...
৪ দিন আগেসূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে...
২৫ দিন আগেআগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা...
১৮ ডিসেম্বর ২০২৪বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ই ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসবের মধ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন
১৬ ডিসেম্বর ২০২৪