Ajker Patrika

শানারেই দেবী শানুর একগুচ্ছ কবিতা

শানারেই দেবী শানু
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৪৯
শানারেই দেবী শানুর একগুচ্ছ কবিতা

কবিতা অসুখ

এক পশলা বিষণ্ন হাওয়া উড়ে এসে একদিন
মস্তিষ্কের নিউরনে কবিতার জীবাণু পুঁতে দিয়েছিল
সেই থেকে কবিতা অসুখ হলো আমার। 

সুখের ট্যাবলেট খেয়ে যতই সারাতে চাই কবিতার 
ব্যথা; ততই নাড়াচাড়া দেয় মগজে, মননে, শরীরে
কবিতার অসুখ ছাড়ে না আমায়। 

কবিতা দারুণ অসুখ হয়ে লেপ্টে থাকে আমার শব্দের 
অস্থিমজ্জায়; 
আমি ব্যথায় কাতরাই, তবু কবিতাকে ছাড়ি না! 


নির্বাসনে যাই

জ্বলন্ত গনগনে সূর্য
ধূসর বেগুনি আভা মেখে 
বিদায় জানিয়ে বলল, 
 ‘যাও তোমার নির্বাসনের সময় হয়েছে।’ 

পৃথিবীর দিনের আলোর সব লেনাদেনা চুকিয়ে
বিবর্ণ কালো চাদর মুড়ি দিয়ে
আমি টুপ করে নির্বাসনে চলে গেলাম! 


ভালোবাসার ঝড়

ঝড়ের কানে ঠোঁট রেখে বলি, 
এত কষ্ট কেন তোমার? 
ঝোড়ো হাওয়ায় দাও না উড়িয়ে 
অস্পৃশ্য কান্না তোমার! 

ধুলোয় মেখে মুচকি হেসে
কৃষ্ণচূড়া চোখে রেখে
ঝড়কে আমি পেলাম খুঁজে
প্রেরণায় শব্দ লেখার! 

ঝড়ের বুকে মাথা রেখে বলি
বুকেই থেকো আমার! 


দুঃখ কিনি

সবাই টাকা দিয়ে কাঁড়ি কাঁড়ি সুখ কেনে
গাড়ি কেনে, বাড়ি কেনে, রঙিন টিনের চশমা কেনে। 

সুখের কোলাহলের ভিড়ে 
আমি কষ্টার্জিত টাকা দিয়ে এক চিমটি দুঃখ কিনি। 
শুনেছি, 
সুখে থাকলে নাকি মানুষ পুতুল হয়ে যায়
দুঃখ না পেলে নাকি মানুষ হওয়া যায় না! 

পুতুল না হয়ে মানুষ হব বলেই
আমি সুখকে ছেড়ে দুঃখ কিনি!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত