ই-অরেঞ্জের সোনিয়া মেহজাবিন, সোহেল ও মাসকুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে পুরনো পল্টনের বাসিন্দা ব্যবসায়ী গাজী ফিরোজ কায়ছার এই মামলা দায়ের করেন।

অন্য যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সোনিয়া মেহজাবিনের স্বামী ও ই-অরেঞ্জ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসকুর রহমান সুমন, পরিচালক আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ এবং নাজনীন নাহার বিথী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে আগামী ২৯ ডিসেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, সেঁজুতি ঘোষ ও কাজল রায়। আইনজীবীরা মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের পক্ষে আসামিরা লোক দেখানো প্রলোভেনের মাধ্যমে ডিসকাউন্ট ঘোষণা করে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেন।

বাদী অভিযুক্ত আসামিদের এরূপ বিজ্ঞাপনে বিশ্বাস স্থাপন করে ২০২১ সালের ২৩ মে ১৫০ সিসি বাজাস পালসার মোটরসাইকেল, একই বছরের ২ জুন ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ল্যাপটপ, ৩ জুন বাজাজ পালসার ১৫০ সিসির আরেকটি মোটরসাইকেল ক্রয়ের জন্য মোট পাঁচ লাখ ৮৫ হাজা ৯০০টাকা অনলাইন লেনদেন বাবদ পরিশোধ করেন।

পরবর্তী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত পণ্য বাঁদিকে সরবরাহ করেনি ই-অরেঞ্জ প্রতিষ্ঠান।

গত ১৪ নভেম্বর ই অরেঞ্জের গুলশানের কার্যালয় বাদী যোগাযোগ করলে তাকে ভয়-ভীতি দেখানো হয় এবং টাকা আর পরিশোধ করবেন না বলে উপস্থিত কর্মকর্তারা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত