শিক্ষা ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেন তিনি। এবারে এমবিবিএস পরীক্ষার ফলাফলে পাসের হার ছিল ৪৫ দশমিক ৬২ শতাংশ।
জাতীয় মেধাক্রমে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদাউস। সানজিদের স্কোর ৯০ দশমিক ৫। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, আর তাসনিমের স্কোর ৮৯ দশমিক ৫০। তিনি যশোরের শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারা দেশে মেধাতালিকায় প্রথম হওয়া সুশোভন বাছাড় আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা বেশ ভালো হয়েছিল। তবে বুঝতে পারিনি, মেধাতালিকায় একেবারে প্রথম হয়ে যাব। আমার এ সাফল্যে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সাফল্যের পেছনে আমার মা-বাবা, শিক্ষক, সহপাঠী—সবার অবদান রয়েছে।’
সুশোভন এখন চিকিৎসক হওয়ার যাত্রা শুরু। তাঁর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে চাই। সবার মতো আমিও ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই। বিশেষ করে আমি দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করব। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা সুচিকিৎসা পান না। আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই।’
এর আগে, এদিন রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। সেগুলোর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এঁদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর খুলনা জেলার সুশোভন বাছাড়ের।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশে ১১০টি মেডিকেল কলেজ। সরকারি ছাড়াও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ, ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেন তিনি। এবারে এমবিবিএস পরীক্ষার ফলাফলে পাসের হার ছিল ৪৫ দশমিক ৬২ শতাংশ।
জাতীয় মেধাক্রমে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদাউস। সানজিদের স্কোর ৯০ দশমিক ৫। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, আর তাসনিমের স্কোর ৮৯ দশমিক ৫০। তিনি যশোরের শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারা দেশে মেধাতালিকায় প্রথম হওয়া সুশোভন বাছাড় আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা বেশ ভালো হয়েছিল। তবে বুঝতে পারিনি, মেধাতালিকায় একেবারে প্রথম হয়ে যাব। আমার এ সাফল্যে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সাফল্যের পেছনে আমার মা-বাবা, শিক্ষক, সহপাঠী—সবার অবদান রয়েছে।’
সুশোভন এখন চিকিৎসক হওয়ার যাত্রা শুরু। তাঁর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে চাই। সবার মতো আমিও ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই। বিশেষ করে আমি দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করব। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা সুচিকিৎসা পান না। আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই।’
এর আগে, এদিন রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। সেগুলোর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এঁদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর খুলনা জেলার সুশোভন বাছাড়ের।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশে ১১০টি মেডিকেল কলেজ। সরকারি ছাড়াও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ, ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শকসহ মোট ১০১ জন বহিষ্কৃত হয়েছে। এদিন অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে আজ বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১-এর স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (ডাকসু) ‘পথনকশা’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পথ নকশার কথা জানানো হয়।
৯ ঘণ্টা আগে