দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে দিকে যান শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পান মহলসংলগ্ন একটি গলিতে অজ্ঞাতনামা পাঁচ–ছয়জন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে আজ বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এসআই শফিকুলের জানাজা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্র জানায়, শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন। তিনি ৮ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন। ৯ জানুয়ারি সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে দিকে যান শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পান মহলসংলগ্ন একটি গলিতে অজ্ঞাতনামা পাঁচ–ছয়জন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে আজ বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এসআই শফিকুলের জানাজা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্র জানায়, শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন। তিনি ৮ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন। ৯ জানুয়ারি সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১ মিনিট আগেবিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।
৬ মিনিট আগেকক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির এবং আশপাশের এলাকায় কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে। ব্যাকটেরিয়াজনিত ও পানিবাহিত এ রোগের বিস্তার রোধে আগামী রোববার থেকে শুরু হচ্ছে টিকা কার্যক্রম, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
১৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় অবহেলা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন স্বজনেরা। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের হেলথ অ্যান্ড মেডিকেয়ারে ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে