প্রতিনিধি, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে। মাত্র ২টি ফেরী চালু থাকায় পর্যাপ্ত ট্রাক পার হতে না পারায় এ সারি আরও দীর্ঘ হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকগুলোর চালক ও সহকারীরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সরকার দেশে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি সেবার জন্য দু’টি ফেরি চালু রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ। এ হিসেবে পণ্যবাহী ট্রাকও পারাপারের সুযোগ পাচ্ছে।
জনাব শাফায়েত জানান, মাত্র ২টি ফেরী চলছে। রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশাপাশি পর্যাপ্ত ট্রাক পারাপার করা যাচ্ছে না। তবে, রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ট্রাকগুলো পার করা যাবে।
মাধারীপুরগামী একটি পণ্যবাহী ট্রাকের চালক মো. রুবেল বলেন, লকডাউন আমরাও মানি। কিন্তু ট্রাক পার করার জন্য অন্তত একটি ফেরীর ব্যবস্থা করলেও এমন ভোগান্তিতে পড়তে হত না।
আরেক ট্রাকচালক বলেন, রাতের বেলা পার করার বলা হয়েছে। কিন্তু রাতের আগে পার করে দিলে আমরা তাড়াতাড়ি মালগুলো নিয়ে পৌঁছাতে পারতাম। ঘাটে বেশি সময় থাকলে মালের পিছনে খরচ অনেক বেড়ে যায়।
উল্লেখ্য, গত সোমবার ভোর ৬টায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। তবে এদিন সতেরোটি ফেরির মধ্যে চারটি ফেরি দিয়ে যানবাহন পার করা হয়। তবে মঙ্গলবার আরও দু’টি ফেরি কমিয়ে জরুরি সেবার জন্য দু’টি ফেরি চালু রাখা হয়।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে। মাত্র ২টি ফেরী চালু থাকায় পর্যাপ্ত ট্রাক পার হতে না পারায় এ সারি আরও দীর্ঘ হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকগুলোর চালক ও সহকারীরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সরকার দেশে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি সেবার জন্য দু’টি ফেরি চালু রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ। এ হিসেবে পণ্যবাহী ট্রাকও পারাপারের সুযোগ পাচ্ছে।
জনাব শাফায়েত জানান, মাত্র ২টি ফেরী চলছে। রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশাপাশি পর্যাপ্ত ট্রাক পারাপার করা যাচ্ছে না। তবে, রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ট্রাকগুলো পার করা যাবে।
মাধারীপুরগামী একটি পণ্যবাহী ট্রাকের চালক মো. রুবেল বলেন, লকডাউন আমরাও মানি। কিন্তু ট্রাক পার করার জন্য অন্তত একটি ফেরীর ব্যবস্থা করলেও এমন ভোগান্তিতে পড়তে হত না।
আরেক ট্রাকচালক বলেন, রাতের বেলা পার করার বলা হয়েছে। কিন্তু রাতের আগে পার করে দিলে আমরা তাড়াতাড়ি মালগুলো নিয়ে পৌঁছাতে পারতাম। ঘাটে বেশি সময় থাকলে মালের পিছনে খরচ অনেক বেড়ে যায়।
উল্লেখ্য, গত সোমবার ভোর ৬টায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। তবে এদিন সতেরোটি ফেরির মধ্যে চারটি ফেরি দিয়ে যানবাহন পার করা হয়। তবে মঙ্গলবার আরও দু’টি ফেরি কমিয়ে জরুরি সেবার জন্য দু’টি ফেরি চালু রাখা হয়।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
২ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
৩ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
৩ ঘণ্টা আগে