খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে