খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
১২ মিনিট আগেহেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডা
১৩ মিনিট আগেনাটোরের সিংড়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে