নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।
বাকি তিনজন হলেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এই পাঁচজনসহ আরও ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে কারাগার থেকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার পুলিশের দুই উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তাও তাদের দুই মামলায় রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।
বাকি তিনজন হলেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এই পাঁচজনসহ আরও ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে কারাগার থেকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার পুলিশের দুই উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তাও তাদের দুই মামলায় রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ দান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন করার বিষয়ে সুপারিশ করবে এসব কমিটি।
৫ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২টি ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামের ছাত্রদলের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগেহত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ টিপুকে (৫৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পুলিশ তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৫ মিনিট আগেমিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের পথে আটক করা চারটি পণ্যবাহী কার্গোর মধ্যে তিনটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুটি কার্গো মুক্তি দেওয়া হয়। এর আগে ১৮ জানুয়ারি কাঠভর্তি আরও একটি কার্গো ছেড়ে দেয় তারা।
৪১ মিনিট আগে