টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যার শিকার নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, খায়রুল ইসলামের ছেলে রাজীব নেশাগ্রস্ত। তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকায় কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে রাজীব ফের নেশায় আসক্ত হন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর শুরু করেন। ছেলের বউয়ের কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে তাঁর মাকে কোপাতে থাকেন। ধারালো দায়ের কোপে ঘটনাস্থলে রাজিয়া বেগমের মৃত্যু হয়।
এ সময় রাজীবের স্ত্রী তাঁর শাশুড়িকে রক্ষা করতে এলে ধারালো দায়ের আঘাতে তাঁর দুই হাতের কবজি ক্ষতিগ্রস্ত হয় এবং হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজীব তাতে ক্ষান্ত হননি। নিহত মাকে টেনেহিঁচড়ে পাশের আনারসবাগানে নিয়ে গর্ত করে পুঁতে ফেলার চেষ্টা চালান। এ সময় শোভার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাজীব দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা আহত শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যার শিকার নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, খায়রুল ইসলামের ছেলে রাজীব নেশাগ্রস্ত। তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকায় কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে রাজীব ফের নেশায় আসক্ত হন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর শুরু করেন। ছেলের বউয়ের কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে তাঁর মাকে কোপাতে থাকেন। ধারালো দায়ের কোপে ঘটনাস্থলে রাজিয়া বেগমের মৃত্যু হয়।
এ সময় রাজীবের স্ত্রী তাঁর শাশুড়িকে রক্ষা করতে এলে ধারালো দায়ের আঘাতে তাঁর দুই হাতের কবজি ক্ষতিগ্রস্ত হয় এবং হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজীব তাতে ক্ষান্ত হননি। নিহত মাকে টেনেহিঁচড়ে পাশের আনারসবাগানে নিয়ে গর্ত করে পুঁতে ফেলার চেষ্টা চালান। এ সময় শোভার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাজীব দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা আহত শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।
মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর ৫ সহযোগীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় পুলিশ তাঁদের ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৫ দ
১ সেকেন্ড আগেক্ষুদ্র নৃগোষ্ঠী স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যশোরের কেশবপুরে খ্রিষ্টান মিশনারি ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধীরা। আজ মঙ্গলবার উপজেলার শহরের সাহাপাড়ায় এ বিক্ষোভ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১০ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম (২৬) ও তাঁদের মেয়ে মরিয়ম (৬)। এ ঘটনায় মহরম আলীকে...
২৫ মিনিট আগেশরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে