Ajker Patrika

মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০: ২৭
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম (২৬) ও তাঁদের মেয়ে মরিয়ম (৬)। এ ঘটনায় মহরম আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি বেগম মহরমের দ্বিতীয় স্ত্রী। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে আজ দুপুরে লাকি বেগম ও তাঁর মেয়ে মরিয়ম একই রশিতে গলায় দড়ি দিয়েছে বলে গুঞ্জন ওঠে স্থানীদের মধ্যে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মহরমকে আটক করে।

স্থানীয়রা বলেছেন, লাকি বেগমের সঙ্গে কারও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে তাঁর স্বামী সন্দেহ করতেন। সে কারণে তাঁকে মারধর করায় সে আত্মহত্যা করতে পারে।

লাকি বেগমের মা মঞ্জিলা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহরম আলী ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে বলে, ‘আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম।’ পাশ থেকে মেয়ে বলে, ‘মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে।’ মঞ্জিলা বেগমের দাবি, মহরম আলী তাঁর মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বাড়ির বারান্দায় লাশ দুটি পড়ে থাকতে দেখি। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত