ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম (২৬) ও তাঁদের মেয়ে মরিয়ম (৬)। এ ঘটনায় মহরম আলীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি বেগম মহরমের দ্বিতীয় স্ত্রী। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে আজ দুপুরে লাকি বেগম ও তাঁর মেয়ে মরিয়ম একই রশিতে গলায় দড়ি দিয়েছে বলে গুঞ্জন ওঠে স্থানীদের মধ্যে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মহরমকে আটক করে।
স্থানীয়রা বলেছেন, লাকি বেগমের সঙ্গে কারও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে তাঁর স্বামী সন্দেহ করতেন। সে কারণে তাঁকে মারধর করায় সে আত্মহত্যা করতে পারে।
লাকি বেগমের মা মঞ্জিলা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহরম আলী ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে বলে, ‘আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম।’ পাশ থেকে মেয়ে বলে, ‘মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে।’ মঞ্জিলা বেগমের দাবি, মহরম আলী তাঁর মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বাড়ির বারান্দায় লাশ দুটি পড়ে থাকতে দেখি। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম (২৬) ও তাঁদের মেয়ে মরিয়ম (৬)। এ ঘটনায় মহরম আলীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি বেগম মহরমের দ্বিতীয় স্ত্রী। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই মধ্যে আজ দুপুরে লাকি বেগম ও তাঁর মেয়ে মরিয়ম একই রশিতে গলায় দড়ি দিয়েছে বলে গুঞ্জন ওঠে স্থানীদের মধ্যে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মহরমকে আটক করে।
স্থানীয়রা বলেছেন, লাকি বেগমের সঙ্গে কারও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে তাঁর স্বামী সন্দেহ করতেন। সে কারণে তাঁকে মারধর করায় সে আত্মহত্যা করতে পারে।
লাকি বেগমের মা মঞ্জিলা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহরম আলী ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে বলে, ‘আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম।’ পাশ থেকে মেয়ে বলে, ‘মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে।’ মঞ্জিলা বেগমের দাবি, মহরম আলী তাঁর মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বাড়ির বারান্দায় লাশ দুটি পড়ে থাকতে দেখি। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার সঙ্গে ছাত্রদলের কর্মীর মারামারির ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ইনস্টিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ৩০-৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এমন সিদ্ধান্তের...
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকায় চার মাস আগে বাসা ভাড়া নিতে আসেন আরসার প্রধান আতাউল্লাহ। বাড়ির মালিকদের কাছে চট্টগ্রামের মাছ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দেন। জাতীয় পরিচয়পত্র ‘দিই, দিচ্ছি’ করে সময়ক্ষেপণ করেন তিনি। এরই মধ্যে র্যাবের জালে গ্রেপ্তার হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪২ মিনিট আগে