Ajker Patrika

রংপুরে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‎রংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু।

আজ ‎মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ‎

নিহত ‎দুজনের মধ্যে একজনের নাম আশিক (১৩)। সে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরজনের নাম নাইম হোসেন (১৪)। সে উপজেলার বালাপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে। ‎

‎বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার। ‎

‎তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জার ভ্যান ছিল। তারা পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আশিককে বদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। ‎এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্তসহ (১৫) তিনজন আরোহী আহত হয়েছে। ‎

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার জানান, দুই বন্ধুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত