নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে সাংবাদিকদের ওপর হামলায় ডুজার উদ্বেগ 

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুই দোকান কর্মচারীর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। 

সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার এসব ঘটনার মাধ্যমে সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে বলে মনে করে ডুজা। এর আগেও দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে গণমাধ্যম প্রতিষ্ঠানের চুপ থাকার সমালোচনা করে সংগঠনটি। পৃথক আদালত গঠন করে গণমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার ঘটনার প্রতিকার করার আহ্বান জানান সংগঠনটি। 

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ডুজার সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল। 

ডুজার বিবৃতিতে বলা হয়, ‘নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় বেশ কয়েকজন সাংবাদিক হামলা ও লাঞ্ছনার শিকার হন। সেখানে বিবাদমান দুই পক্ষের সমর্থকেরা যেভাবে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন, তা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। এ ঘটনার মাধ্যমে সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে। এ ঘটনা একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের এক নির্মম দৃষ্টান্ত। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই ৷ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না। এটি অনুমেয় যে নির্যাতিত-লাঞ্ছিত সাংবাদিকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সমর্থন না পেলে আইনি জটিলতায় নিজেদের জড়াতে চাইবেন না।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, অতীতে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় কোনো বিচার বা প্রশাসনিক পদক্ষেপের উদাহরণ না থাকায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিনিয়তই ঘটে চলেছে। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনার সময় সাংবাদিকদের নির্যাতন-লাঞ্ছনার ঘটনাসহ অতীতে ঘটে যাওয়া এ ধরনের ঘটনায় ব্যবস্থা নিয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবিধানিক অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে বলে আমরা প্রত্যাশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত