শেরপুর প্রতিনিধি
শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে রৌহা চরপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) এবং একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)।
পুলিশ জানায়, সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে ২০০৬ সালে মামলা হয়। এতে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে রৌহা চরপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) এবং একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)।
পুলিশ জানায়, সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে ২০০৬ সালে মামলা হয়। এতে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মিরপুরের থামা কমিটি নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন সামান্য হয়েছেন। তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেঢাকার কাছে হওয়ার পরেও দোহার-নবাবগঞ্জ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। একসময় দোহার ও নবাবগঞ্জ দুটি আলাদা আসন ছিল। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগকে সুবিধা দিতে আসন দুটি একত্র করা হয়।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
৪২ মিনিট আগেবিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।
১ ঘণ্টা আগে