ঢাবি প্রতিনিধি
রাজধানীর নিউমার্কেটে দুই দোকানির ঝগড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে টানা দুই দিন সংঘর্ষের তিন দিন পর নীরব নিস্তব্ধ দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজ। এদিকে নিউমার্কেট এলাকায় পুরোদমে শুরু হয়েছে ঈদের বেচাবিক্রি।
সরেজমিন ঢাকা কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, পুরো কলেজ ফাঁকা। নেই শিক্ষার্থীদের উপস্থিতি। শেখ কামাল ছাত্রাবাসের সামনের মাঠ থাকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভরপুর। কিন্তু জুমার নামাজের পর মাঠ রয়েছে পুরো ফাঁকা। শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই বললেই চলে। উত্তর ছাত্রাবাসের সামনের মাঠও রয়েছে ফাঁকা।
নাজমুস সাকিব ঢাকা কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, অনেক শিক্ষার্থী পরিবারের চাপের কারণে চলে গেছেন। অনেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় চলে যাচ্ছেন। তবে কিছু শিক্ষার্থী বিসিএস বা চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং সংঘর্ষের সময় আহত হওয়ারা হলে অবস্থান করছেন।
এদিকে দুপুরে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে বেচাবিক্রি। মানুষের উপচে পড়া ভিড়। ভিড় দেখে মনে হয় না কয়েক দিন আগেও এই এলাকা রণক্ষেত্র ছিল।
আব্দুল আলীম নামের এক খুচরা কাপড় বিক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, সংঘর্ষের আগেও যেরকম বেচাবিক্রি হতো, সংঘর্ষের পরেও একই রকম বেচাবিক্রি চলছে। করোনার কারণে গত দুই বছর মানুষ তেমন কোনো কিছু ঈদের জন্য কিনতে পারেনি। এবার মানুষ একসঙ্গে অনেক কিছু কিনছে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, ‘আমাদের ব্যবসা চলছে। আমাদের যে মনিটরিং সেল গঠনের কথা ছিল, তা নিজ নিজ মার্কেটে গঠন করা হয়েছে। কোনো ক্রেতার সঙ্গে কোনো বিক্রেতা খারাপ আচরণ করলে সরাসরি আমাদের সমিতির অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’
ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কলেজের ঈদের ছুটি শুরু হয়েছে। তাই শিক্ষার্থীরা বাড়িতে চলে যাচ্ছে। তবে কিছু শিক্ষার্থী হলে থাকাটা অস্বাভাবিক কিছু না।’
রাজধানীর নিউমার্কেটে দুই দোকানির ঝগড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে টানা দুই দিন সংঘর্ষের তিন দিন পর নীরব নিস্তব্ধ দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজ। এদিকে নিউমার্কেট এলাকায় পুরোদমে শুরু হয়েছে ঈদের বেচাবিক্রি।
সরেজমিন ঢাকা কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, পুরো কলেজ ফাঁকা। নেই শিক্ষার্থীদের উপস্থিতি। শেখ কামাল ছাত্রাবাসের সামনের মাঠ থাকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভরপুর। কিন্তু জুমার নামাজের পর মাঠ রয়েছে পুরো ফাঁকা। শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই বললেই চলে। উত্তর ছাত্রাবাসের সামনের মাঠও রয়েছে ফাঁকা।
নাজমুস সাকিব ঢাকা কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, অনেক শিক্ষার্থী পরিবারের চাপের কারণে চলে গেছেন। অনেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় চলে যাচ্ছেন। তবে কিছু শিক্ষার্থী বিসিএস বা চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং সংঘর্ষের সময় আহত হওয়ারা হলে অবস্থান করছেন।
এদিকে দুপুরে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে বেচাবিক্রি। মানুষের উপচে পড়া ভিড়। ভিড় দেখে মনে হয় না কয়েক দিন আগেও এই এলাকা রণক্ষেত্র ছিল।
আব্দুল আলীম নামের এক খুচরা কাপড় বিক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, সংঘর্ষের আগেও যেরকম বেচাবিক্রি হতো, সংঘর্ষের পরেও একই রকম বেচাবিক্রি চলছে। করোনার কারণে গত দুই বছর মানুষ তেমন কোনো কিছু ঈদের জন্য কিনতে পারেনি। এবার মানুষ একসঙ্গে অনেক কিছু কিনছে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, ‘আমাদের ব্যবসা চলছে। আমাদের যে মনিটরিং সেল গঠনের কথা ছিল, তা নিজ নিজ মার্কেটে গঠন করা হয়েছে। কোনো ক্রেতার সঙ্গে কোনো বিক্রেতা খারাপ আচরণ করলে সরাসরি আমাদের সমিতির অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’
ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কলেজের ঈদের ছুটি শুরু হয়েছে। তাই শিক্ষার্থীরা বাড়িতে চলে যাচ্ছে। তবে কিছু শিক্ষার্থী হলে থাকাটা অস্বাভাবিক কিছু না।’
যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
১ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার কথা উ
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রোববার উপাচার্যের
৩ ঘণ্টা আগে