অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। এসময়ে দেশে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান খোলার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করে মার্কেট ব্যাবসায়ী ও কর্মচারীরা।
দাবির প্রেক্ষিতে সরকার শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা থাকার ঘোষণা দেয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
তবে এ ঘোষণায় মার্কেট ব্যাবসায়ী এবং কর্মচারীদের মনে খানিক সস্তি ফিরলেও রয়ে গেছে অসন্তোষ। তারা বলেন, সকাল ৯ টায় মার্কেটে ক্রেতা থাকে না। ক্রেতারা মূলত মার্কেটে আসে বারোটার দিকে। সেজন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতা শূন্যই থাকতে হবে। তারা বলেন, সামনে রোজা আসছে। যখন দিনের শেষের ভাগেই ক্রেতার আধিক্য বেশি থাকে। আর ক্রেতাদের অধিকাংশই নারী। তারা কেনাকাটা করতে আসে বিকেলে ও সন্ধ্যার পর। তাই আমরা বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখলেও তেমন লাভ হচ্ছে না। বরং দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পেলে সেটা আমাদের জন্য লাভজনক হতো।
ব্যবসায়ীরা বলেন, মার্কেট খোলার নির্দেশে তারা সরকারের কাছে কৃতজ্ঞ। তবে যে নিয়মে দোকান খোলা রাখার কথা বলা হয়েছে, এটাকে তারা বলছেন মন্দের ভালো। তাই তাদের আহ্বান, সরকার যেনো বেশি সময় দোকান খোলা রাখার বিষয়টি পুনঃবিবেচনা করে।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আপাতত সরকার যে সিদ্ধান্ত দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে চাই। তবে সামনে রোজার মাস এবং ঈদ। এর মাঝের সময়টাই হচ্ছে আমাদের ব্যবসার জন্য উত্তম। তাই পরবর্তীতে সরকারের কাছে একটু বেশি সময় মার্কেট খোলা রাখার বিষয়টি তুলে ধরবেন তারা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা। এসময়ে দেশে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান খোলার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করে মার্কেট ব্যাবসায়ী ও কর্মচারীরা।
দাবির প্রেক্ষিতে সরকার শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা থাকার ঘোষণা দেয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
তবে এ ঘোষণায় মার্কেট ব্যাবসায়ী এবং কর্মচারীদের মনে খানিক সস্তি ফিরলেও রয়ে গেছে অসন্তোষ। তারা বলেন, সকাল ৯ টায় মার্কেটে ক্রেতা থাকে না। ক্রেতারা মূলত মার্কেটে আসে বারোটার দিকে। সেজন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতা শূন্যই থাকতে হবে। তারা বলেন, সামনে রোজা আসছে। যখন দিনের শেষের ভাগেই ক্রেতার আধিক্য বেশি থাকে। আর ক্রেতাদের অধিকাংশই নারী। তারা কেনাকাটা করতে আসে বিকেলে ও সন্ধ্যার পর। তাই আমরা বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখলেও তেমন লাভ হচ্ছে না। বরং দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পেলে সেটা আমাদের জন্য লাভজনক হতো।
ব্যবসায়ীরা বলেন, মার্কেট খোলার নির্দেশে তারা সরকারের কাছে কৃতজ্ঞ। তবে যে নিয়মে দোকান খোলা রাখার কথা বলা হয়েছে, এটাকে তারা বলছেন মন্দের ভালো। তাই তাদের আহ্বান, সরকার যেনো বেশি সময় দোকান খোলা রাখার বিষয়টি পুনঃবিবেচনা করে।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আপাতত সরকার যে সিদ্ধান্ত দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে চাই। তবে সামনে রোজার মাস এবং ঈদ। এর মাঝের সময়টাই হচ্ছে আমাদের ব্যবসার জন্য উত্তম। তাই পরবর্তীতে সরকারের কাছে একটু বেশি সময় মার্কেট খোলা রাখার বিষয়টি তুলে ধরবেন তারা।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনভর এই অভিযান চলে।
৪ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার হরিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে দুর্গাপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
২৯ মিনিট আগেবৃহস্পতিবার পর্যন্ত ৩০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত কারা এবং তাদের ভূমিকা কী ছিল তা স্পষ্ট করতে পারেনি বাহিনীটি। এতে পুলিশের প্রাথমিক ব্যর্থতা পাওয়া গেছে বলে জানা গেছে।
৩২ মিনিট আগেরাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সোয়া ৮টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে