নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেটে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ও পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় তাঁর বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছেন। এ ছাড়া দোকান কর্মচারী মুরসালিনের ভাইও পৃথক হত্যা মামলা করেছেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁদের আসামি করা হয়েছে। ছাত্রলীগ এবং ব্যবসায়ী লীগের মধ্যে মূলত মারামারি হয়েছিল। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। তিনটি মামলার আসামি অজ্ঞাতনামা। একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানা সভাপতিসহ ২৪ জনকে আসামি করা হয়। যারা সবাই বিএনপির নেতাকর্মী।’
কায়সার কামাল আরও বলেন, ‘এই মামলায় প্রমাণিত হয়েছে, পুলিশের কার্যক্রম কতটা ভঙ্গুর। এমন একজনকে আসামি করা হলো যার অপরাধ জীবিত থাকতে তিনি বিএনপি করতেন! মৃত বিএনপি নেতাও আজকে পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না!’
রাজধানীর নিউমার্কেটে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ও পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় তাঁর বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছেন। এ ছাড়া দোকান কর্মচারী মুরসালিনের ভাইও পৃথক হত্যা মামলা করেছেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁদের আসামি করা হয়েছে। ছাত্রলীগ এবং ব্যবসায়ী লীগের মধ্যে মূলত মারামারি হয়েছিল। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। তিনটি মামলার আসামি অজ্ঞাতনামা। একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানা সভাপতিসহ ২৪ জনকে আসামি করা হয়। যারা সবাই বিএনপির নেতাকর্মী।’
কায়সার কামাল আরও বলেন, ‘এই মামলায় প্রমাণিত হয়েছে, পুলিশের কার্যক্রম কতটা ভঙ্গুর। এমন একজনকে আসামি করা হলো যার অপরাধ জীবিত থাকতে তিনি বিএনপি করতেন! মৃত বিএনপি নেতাও আজকে পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না!’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রোববার উপাচার্যের
১৬ মিনিট আগেছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ মনে করে লুট করা হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলকারীরা জসীমের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগে তাঁর বিচার দাবি করেছেন।
১ ঘণ্টা আগে