নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।
এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।
ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।
এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে