নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনাসদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দুধল মৌ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সেনাসদস্য মো. বুলবুল ও তাঁর চার মাসের শিশুসন্তান গুরুতর আহত হন এবং স্ত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত সেনাসদস্য বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরালে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেনাসদস্য মোটরসাইকেলে করে সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। তখন পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হওয়া সাকুরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেনাসদস্যর স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে সিএমএইচে নেওয়া হয়। দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।
সাকুরার সেনানিবাস কাউন্টারের কর্মকর্তা মো. মিলন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের সেনানিবাসে নেওয়া হয়। সেখানে সেনাসদস্যর স্ত্রী মারা গেছেন। সেনাসদস্য ও তাঁর সন্তানকে লাইফ সাপোর্টে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে ঢাকা নেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
অপরদিকে একই দিন রাত ১০টার দিকে বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফয়সাল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত ফয়সাল উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনাসদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দুধল মৌ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সেনাসদস্য মো. বুলবুল ও তাঁর চার মাসের শিশুসন্তান গুরুতর আহত হন এবং স্ত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত সেনাসদস্য বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরালে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেনাসদস্য মোটরসাইকেলে করে সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। তখন পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হওয়া সাকুরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেনাসদস্যর স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে সিএমএইচে নেওয়া হয়। দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।
সাকুরার সেনানিবাস কাউন্টারের কর্মকর্তা মো. মিলন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের সেনানিবাসে নেওয়া হয়। সেখানে সেনাসদস্যর স্ত্রী মারা গেছেন। সেনাসদস্য ও তাঁর সন্তানকে লাইফ সাপোর্টে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে ঢাকা নেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
অপরদিকে একই দিন রাত ১০টার দিকে বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফয়সাল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত ফয়সাল উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগে