নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনের সংঘর্ষের পর থমকে যাওয়া ঈদের বাজারে দোকানপাট খুলে বেচাবিক্রি শুরু করতে অপেক্ষার প্রহর গুনছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এদিকে দোকান খুলতে না পারায় ক্ষতির আশঙ্কা বাড়ছে বলে দাবি করছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে দোকানগুলোর সামনে ব্যবসায়ী ও কর্মচারীরা বসে দোকান খোলার অপেক্ষা করছেন। তাঁরা বলছেন, সকাল থেকেই তাঁরা অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায়ী সমিতি বা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দোকান খুলতে পারছেন না।
নিউমার্কেটের দোয়েল কসমেটিকসের স্বত্বাধিকারী শাহজাহান মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই আমরা দোকান খোলার অপেক্ষা করছি ৷ কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।’
শাহজাহান বলেন, ‘সামনে ঈদ। বছরের এই সময়টাতেই আমাদের বেচাবিক্রি ভালো হয়। এ সময় দোকান বন্ধ থাকায় আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে।’ ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের প্রতি সব সমস্যার সমাধান করে দ্রুত দোকান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
আজিজ ক্লথ ও বেবি শপের কর্মচারী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকে মার্কেটে এসে দোকান খোলার অপেক্ষা করছি। দোকান খুললে আমরা বেতন পাব, নইলে সারা দিন বেকার।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের কথা কেউ চিন্তা করছে না।’
এদিকে নিউমার্কেটের বন্ধ গেটের সামনে এসে অনেক ক্রেতাকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা কেনাকাটা করতে এসেছেন বলে জানা গেছে। হাজারীবাগ থেকে আসা মকবুল হোসেন বললেন, ‘গতকাল শুনেছিলাম ঝামেলা হয়েছে। আজ কিছু কেনাকাটা করতে এসে দেখি মার্কেট বন্ধ।’
মার্কেট খোলা সম্পর্কে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান খুলে দিতে আমরা চেষ্টা করছি। প্রশাসনসহ সব মহলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মার্কেট বন্ধ আছে।
এই সম্পর্কিত পড়ুন:
দুই দিনের সংঘর্ষের পর থমকে যাওয়া ঈদের বাজারে দোকানপাট খুলে বেচাবিক্রি শুরু করতে অপেক্ষার প্রহর গুনছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এদিকে দোকান খুলতে না পারায় ক্ষতির আশঙ্কা বাড়ছে বলে দাবি করছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে দোকানগুলোর সামনে ব্যবসায়ী ও কর্মচারীরা বসে দোকান খোলার অপেক্ষা করছেন। তাঁরা বলছেন, সকাল থেকেই তাঁরা অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায়ী সমিতি বা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দোকান খুলতে পারছেন না।
নিউমার্কেটের দোয়েল কসমেটিকসের স্বত্বাধিকারী শাহজাহান মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই আমরা দোকান খোলার অপেক্ষা করছি ৷ কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।’
শাহজাহান বলেন, ‘সামনে ঈদ। বছরের এই সময়টাতেই আমাদের বেচাবিক্রি ভালো হয়। এ সময় দোকান বন্ধ থাকায় আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে।’ ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের প্রতি সব সমস্যার সমাধান করে দ্রুত দোকান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
আজিজ ক্লথ ও বেবি শপের কর্মচারী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকে মার্কেটে এসে দোকান খোলার অপেক্ষা করছি। দোকান খুললে আমরা বেতন পাব, নইলে সারা দিন বেকার।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের কথা কেউ চিন্তা করছে না।’
এদিকে নিউমার্কেটের বন্ধ গেটের সামনে এসে অনেক ক্রেতাকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা কেনাকাটা করতে এসেছেন বলে জানা গেছে। হাজারীবাগ থেকে আসা মকবুল হোসেন বললেন, ‘গতকাল শুনেছিলাম ঝামেলা হয়েছে। আজ কিছু কেনাকাটা করতে এসে দেখি মার্কেট বন্ধ।’
মার্কেট খোলা সম্পর্কে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান খুলে দিতে আমরা চেষ্টা করছি। প্রশাসনসহ সব মহলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মার্কেট বন্ধ আছে।
এই সম্পর্কিত পড়ুন:
মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। দেয়ালে জন্মানো গাছের শেকড় ছিন্নভিন্ন করে ফেলেছে কাঠামো। সিঁড়িতেও জন্মেছে গাছ। ছাদে পানি পড়ে শ্যাওলা জন্মেছে। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা...
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেযশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
৪ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে