কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় প্রবাসী শহীদ উল্লাহকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড ও কন্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার কাশারী খোলার নিহত শহীদ উল্লাহর স্ত্রী হাছনেয়ারা বেগম, একই গ্রামের মো. শাহজাহান, মো. আমির হোসেন ও মো. মোস্তফা এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন নিহতের কন্যা মোছা. খাদিজা বেগম। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার কাশারীখোলার ছায়েদ আলীর ছেলে শহীদ উল্ল্যা (৪৮) ৮-৯ বছর যাবত বিদেশে থাকার পর বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো।
এরই জের ধরে ২০০৯ সালে ২১ নভেম্বর কুমিল্লার চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে প্রবাস ফেরত শহীদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ পাঁচজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধান ক্ষেতে ফেলে আসে।
এ ঘটনায় ২০০৯ সালের ২২ নভেম্বর নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) তারেক মো. আব্দুল হান্নান আসামি স্ত্রী-কন্যাসহ অপর দুজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করলে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন।
মামলার এপিপি মো. জাকির হোসেন বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি হাছনেয়ারা বেগম, মো. শাহজাহান, মো. আমির হোসেন ও মো. মোস্তফাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ছাড়া আসামি মোছা. খাদিজা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে আমির হোসেন, হোছনেয়ারা ও খাদিজা বেগম উপস্থিত ছিলেন আর বাকী দুজন মো. মোস্তফা ও শাহজাহান পলাতক আছে।
কুমিল্লার চান্দিনায় প্রবাসী শহীদ উল্লাহকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড ও কন্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার কাশারী খোলার নিহত শহীদ উল্লাহর স্ত্রী হাছনেয়ারা বেগম, একই গ্রামের মো. শাহজাহান, মো. আমির হোসেন ও মো. মোস্তফা এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন নিহতের কন্যা মোছা. খাদিজা বেগম। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার কাশারীখোলার ছায়েদ আলীর ছেলে শহীদ উল্ল্যা (৪৮) ৮-৯ বছর যাবত বিদেশে থাকার পর বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো।
এরই জের ধরে ২০০৯ সালে ২১ নভেম্বর কুমিল্লার চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে প্রবাস ফেরত শহীদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ পাঁচজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধান ক্ষেতে ফেলে আসে।
এ ঘটনায় ২০০৯ সালের ২২ নভেম্বর নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) তারেক মো. আব্দুল হান্নান আসামি স্ত্রী-কন্যাসহ অপর দুজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করলে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন।
মামলার এপিপি মো. জাকির হোসেন বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি হাছনেয়ারা বেগম, মো. শাহজাহান, মো. আমির হোসেন ও মো. মোস্তফাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ছাড়া আসামি মোছা. খাদিজা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে আমির হোসেন, হোছনেয়ারা ও খাদিজা বেগম উপস্থিত ছিলেন আর বাকী দুজন মো. মোস্তফা ও শাহজাহান পলাতক আছে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৭ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২০ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩১ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে