হাজারীবাগে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর হাজারীবাগে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ মুদাচ্ছির (৬) নামে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে হাজারীবাগ টালী অফিস শিকদার রিয়েল স্টেট অফিসের সামনে ঘটনাটি ঘটে। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। 

পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

শিশুর চাচা মো. ইব্রাহীম জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার শ্রীপুর গ্রামে। বর্তমানে হাজারীবাগ টালীঅফিস এলাকায় তাদের বাসা। শিশুটির বাবা নুরুল ইসলাম একটি মসজিদে ইমামতি করেন। দুপুরে শিশু আব্দুল্লাহ বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। 

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাসেদ মুন্সি জানান, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাইভেটকার ও এর চালককে ধরার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত