নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ অন্তত আরও এক বছর পিছিয়ে যাচ্ছে। ২০২২ সালে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের আলোকে পড়ানো হবে। ২০২৩ সালে এ দুটি শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হবে নতুন শিক্ষাক্রমের বই।
আগামী বছর ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পরীক্ষামূলক পাঠদান হবে। ২০২৩ সালে ওই শ্রেণির সব শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের বই পাবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, সভায় নতুন শিক্ষাক্রমের অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, রেজুলেশন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
চলতি শিক্ষাবর্ষে কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর সরকার জানায়, ২০২২ সালের জানুয়ারিতে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়া হবে। আর ২০২৩ সালে অষ্টম শ্রেণি এবং ২০২৪ সালে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়ার পর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে।
এনসিটিবির একজন কর্মকর্তা জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে নতুন শিক্ষাক্রমের আলোকে বই প্রণয়নের কাজ এগোয়নি। ফলে ঘোষণা অনুযায়ী সে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ অন্তত আরও এক বছর পিছিয়ে যাচ্ছে। ২০২২ সালে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের আলোকে পড়ানো হবে। ২০২৩ সালে এ দুটি শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হবে নতুন শিক্ষাক্রমের বই।
আগামী বছর ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পরীক্ষামূলক পাঠদান হবে। ২০২৩ সালে ওই শ্রেণির সব শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের বই পাবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, সভায় নতুন শিক্ষাক্রমের অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, রেজুলেশন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
চলতি শিক্ষাবর্ষে কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর সরকার জানায়, ২০২২ সালের জানুয়ারিতে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়া হবে। আর ২০২৩ সালে অষ্টম শ্রেণি এবং ২০২৪ সালে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়ার পর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে।
এনসিটিবির একজন কর্মকর্তা জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে নতুন শিক্ষাক্রমের আলোকে বই প্রণয়নের কাজ এগোয়নি। ফলে ঘোষণা অনুযায়ী সে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
বড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
২২ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
২৮ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে