রাজধানী থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল ইয়াবাসহ গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ মে ২০২৩, ১৩: ৩২
আপডেট : ১৩ মে ২০২৩, ১৫: ১৩

নেত্রকোনার শীর্ষ সন্ত্রাসী হত্যা, মাদক, অস্ত্রসহ ডজন মামলার আসামি মোর্শেদ হাবিব ভূঁইয়া ওরফে জুয়েলকে (৪৫) গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার মিরপুরের পাইকপাড়া বউবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ জানায়, গ্রেপ্তার জুয়েল নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। জুয়েল নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।  

ওসি মোহাম্মদ মহসীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর  থানার পাইকপাড়া বউবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁর শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল পেশাদার অপরাধী। তিনি ২০০১ সালে নেত্রকোনা জেলা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি। কিন্তু বর্তমানে তিনি মিরপুরে থাকেন এবং ইয়াবা ব্যবসায় জড়িত। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে তিনি ঢাকায় বিক্রি করেন। গতকালও এই ইয়াবা বিক্রির জন্যই তিনি বউবাজারে আসেন। জুয়েলের বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত