Ajker Patrika

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত-আটজন।

উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আজ সোমবার বিকেলে এ সংঘর্ষ ঘটে। নিহত আকবর শেখ (৬৫) ওই গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দারের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকেলে তাঁরা সংঘর্ষে জড়ান।

সংঘর্ষকালে মনিরুলের পক্ষের আকবর শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাঁকে উদ্ধার করে পাশের মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

লোহাগড়া থানার ওসি আশিকুর জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত