রাবির তাহের হত্যা: ২ আসামির রিভিউ খারিজের রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১১: ৫১
আপডেট : ০৩ মে ২০২৩, ১১: ৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগ ২১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট থেকে রায় এখন রাজশাহীর বিচারিক আদালতে পাঠানো হবে। 

বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করবেন। তাই দুই আসামি সবশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ পাবেন। তাঁরা আবেদন না করলে বা আবেদন খারিজ করলে ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা থাকবে না। 

গত ২ মার্চ অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। 

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে খালাস দেন। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও আপিল করেন দুই আসামি। আপিল খারিজ হলে রিভিউ আবেদন করেন তাঁরা। তবে ওই রিভিউ আবেদনও খারিজ হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত