Ajker Patrika

ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই আন্দোলনে নিহত জিহাদের কবর জিয়ারত করেন ইউএনও।  ছবি: আজকের পত্রিকা
জুলাই আন্দোলনে নিহত জিহাদের কবর জিয়ারত করেন ইউএনও। ছবি: আজকের পত্রিকা

‘আমার ছেলে কী অপরাধ করেছিল? আমার ছেলেসহ বহু ছাত্রকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আমার ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না? হত্যাকারীদের ফাঁসি দেখলে মরেও শান্তি পাব।’

আজ সোমবার কথাগুলো বলছিলেন ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিহত জিহাদের (২৫) বাবা নুরুল আমিন মোল্লা। আজ ঈদুল ফিতরের দিন পটুয়াখালী সদর উপজেলার মোল্লা পট্টি এলাকায় জিহাদের পরিবারের সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান।

দুই ভাই দুই বোনের মধ্যে জিহাদ ছিলেন সবার ছোট। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে সরকারি কবি নজরুল কলেজে পড়াশোনা করতেন।

জিহাদকে হারানো তাঁর পরিবারের মধ্যে ঈদের দিনেও ছিল শোকের ছায়া। এ দিন ইউএনও ইরতিজা হাসান জিহাদের কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে তিনি জিহাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও ইরতিজা বলেন, ‘কোনো অপরাধী অন্যায় করে পার পাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার হবেই। সরকার খুনিদের বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত