নিজস্ব প্রতিবেদক, সিলেট
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত সিএনজিত চালিত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচতে কিশোরী সিএনজি থেকে লাফ দিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
তাঁরা হলেন—দিরাইয়ের রাজনগর ইউনিয়নের জকিনগর গ্রামের মো. তারা খানের ছেলে মো. ইমন খান (২২) ও আব্দুর রউফের ছেলে মো. মিটু মিয়া (২৫)।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ভুক্তভোগী মেয়েটি (১৭)। কেনাকাটা শেষে সন্ধ্যার আগে একটি সিএনজি করে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আরও দুজন যুবক উঠেন। পরে গাড়িটি মেয়েটির বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে নিয়ে যেতে থাকে। তখন ভুল সড়ক দেখে মেয়েটি গাড়ি থামাতে বলে। কিন্তু গাড়ি না থামিয়ে চলতেই থাকে ও একপর্যায়ে ওই দুই যুবক তার হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি করে গণিগঞ্জ বাজার এলাকায় গাড়ি থেকে লাফ দেয়। এ সময় চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যাওয়ায় তাঁর এক চোখ, মুখ ও হাত থেঁতলে যায়। পরে মেয়েটিকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর বলেন, ‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সদর থেকে। কিছু তথ্য পেয়ে দুজনকে আটক করা হয়েছে, কি ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’
ধর্ষণ চেষ্টার বিষয়টি সঠিক কি না প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হয়তো শ্লীলতাহানি হতে পারে, হাত ধরতে পারে। এখন দুজনকে আটক করা হয়েছে, একজন সিএনজি চালক, অন্যজন যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব স্পর্শকাতর বিষয় হওয়ায় আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভিকটিম এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে, লিখিত অভিযোগ এখনো করেনি।’
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত সিএনজিত চালিত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচতে কিশোরী সিএনজি থেকে লাফ দিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
তাঁরা হলেন—দিরাইয়ের রাজনগর ইউনিয়নের জকিনগর গ্রামের মো. তারা খানের ছেলে মো. ইমন খান (২২) ও আব্দুর রউফের ছেলে মো. মিটু মিয়া (২৫)।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ভুক্তভোগী মেয়েটি (১৭)। কেনাকাটা শেষে সন্ধ্যার আগে একটি সিএনজি করে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আরও দুজন যুবক উঠেন। পরে গাড়িটি মেয়েটির বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে নিয়ে যেতে থাকে। তখন ভুল সড়ক দেখে মেয়েটি গাড়ি থামাতে বলে। কিন্তু গাড়ি না থামিয়ে চলতেই থাকে ও একপর্যায়ে ওই দুই যুবক তার হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি করে গণিগঞ্জ বাজার এলাকায় গাড়ি থেকে লাফ দেয়। এ সময় চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যাওয়ায় তাঁর এক চোখ, মুখ ও হাত থেঁতলে যায়। পরে মেয়েটিকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর বলেন, ‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সদর থেকে। কিছু তথ্য পেয়ে দুজনকে আটক করা হয়েছে, কি ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’
ধর্ষণ চেষ্টার বিষয়টি সঠিক কি না প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘হয়তো শ্লীলতাহানি হতে পারে, হাত ধরতে পারে। এখন দুজনকে আটক করা হয়েছে, একজন সিএনজি চালক, অন্যজন যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব স্পর্শকাতর বিষয় হওয়ায় আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভিকটিম এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে, লিখিত অভিযোগ এখনো করেনি।’
আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকম’র জালিয়াতির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি তদন্ত করে আগামী ৯০ দিনের মধ্যে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রতিবেদন দিতে বলা হয়েছে...
১৪ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর ৫ সহযোগীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় পুলিশ তাঁদের ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৫ দ
১৫ মিনিট আগেস্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যশোরের কেশবপুরে খ্রিষ্টান মিশনারি ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধীরা। আজ মঙ্গলবার উপজেলার শহরের সাহাপাড়ায় এ বিক্ষোভ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৪ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁরা হলেন ওই গ্রামের মহরম আলীর স্ত্রী লাকি বেগম (২৬) ও তাঁদের মেয়ে মরিয়ম (৬)। এ ঘটনায় মহরম আলীকে...
৩৯ মিনিট আগে