নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাৎ করতে গেছেন হেফাজতে ইসলামের কয়েকজন নেতা। আজ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে গেছেন। মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে।
মন্ত্রীর বাসায় যাওয়া হেফাজত নেতাদের মধ্যে আছেন সংগঠনটির বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে রাজি হননি তারা।
এর আগে ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের তৎকালীন মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজতের নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ ছয় থেকে সাতজন নেতা।
আর সর্বশেষ গত রোববার রাতে হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করতে যান। তবে তাদের কী আলোচনা হয়েছে সে ব্যাপারে জানা যায়নি।
গত মার্চের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ ও সহিংসতার পর হেফাজতে ইসলামের নেতাদের ব্যাপকভাবে ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাৎ করতে গেছেন হেফাজতে ইসলামের কয়েকজন নেতা। আজ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে গেছেন। মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে।
মন্ত্রীর বাসায় যাওয়া হেফাজত নেতাদের মধ্যে আছেন সংগঠনটির বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে রাজি হননি তারা।
এর আগে ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের তৎকালীন মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজতের নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ ছয় থেকে সাতজন নেতা।
আর সর্বশেষ গত রোববার রাতে হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করতে যান। তবে তাদের কী আলোচনা হয়েছে সে ব্যাপারে জানা যায়নি।
গত মার্চের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ ও সহিংসতার পর হেফাজতে ইসলামের নেতাদের ব্যাপকভাবে ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
৫ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
১১ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেবগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২৪ মিনিট আগে