নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাভারের গেন্ডা এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করে খুন হয়েছিলেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী মারুফ খান। তাঁকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজিয়া নাহিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শিমুল হাওলাদার ওরফে শ্যামল, শামীম আলী, ইমরান হোসেন, ফয়সাল আহম্মেদ মোত্তাকিন ও লিটন ওরফে রইচ।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা সবাই জামিনে ছিলেন। তবে রায়ের দিন আসামি ফয়সাল আহমেদ আদালতে হাজির হননি। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্য পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
রায় জানতে আদালতে এসেছিলেন মারুফ খানের বাবা আতাউর রহমান খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি।’
মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফ খানের বান্ধবী মুনাকে উত্ত্যক্ত করতেন। ২০১৮ সালের ২১ আগস্ট বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় তারা মুনাকে উত্ত্যক্ত করে। মারুফ এর প্রতিবাদ করেন এবং মুনাকে রিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। সেদিনই সন্ধ্যায় আসামিরা মারুফের ওপর হামলা চালায়। মঞ্জু তাঁকে ছুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হন মারুফ। তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পথে মারুফের মৃত্যু হয়।
এ ঘটনায় মারুফের ভাই লুৎফর রহমান খান মানিক হামলার পরদিন সাভার মডেল থানায় মামলা করেন। সিআইডি পুলিশ ২০১৯ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
সাভারের গেন্ডা এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করে খুন হয়েছিলেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী মারুফ খান। তাঁকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজিয়া নাহিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শিমুল হাওলাদার ওরফে শ্যামল, শামীম আলী, ইমরান হোসেন, ফয়সাল আহম্মেদ মোত্তাকিন ও লিটন ওরফে রইচ।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা সবাই জামিনে ছিলেন। তবে রায়ের দিন আসামি ফয়সাল আহমেদ আদালতে হাজির হননি। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্য পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
রায় জানতে আদালতে এসেছিলেন মারুফ খানের বাবা আতাউর রহমান খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি।’
মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফ খানের বান্ধবী মুনাকে উত্ত্যক্ত করতেন। ২০১৮ সালের ২১ আগস্ট বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় তারা মুনাকে উত্ত্যক্ত করে। মারুফ এর প্রতিবাদ করেন এবং মুনাকে রিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। সেদিনই সন্ধ্যায় আসামিরা মারুফের ওপর হামলা চালায়। মঞ্জু তাঁকে ছুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হন মারুফ। তাঁকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পথে মারুফের মৃত্যু হয়।
এ ঘটনায় মারুফের ভাই লুৎফর রহমান খান মানিক হামলার পরদিন সাভার মডেল থানায় মামলা করেন। সিআইডি পুলিশ ২০১৯ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপায় মো. সোহাগ (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুলশিক্ষকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেঢাকা-রাজশাহী পথের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। ডাকাতদের কবল পড়া ওমর আলী নামের এক যাত্রী আজ শুক্রবার সকালে বাদী হয়ে মামলাটি করেন।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় এই যানজট লেগেছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার সকালে কাভার্ড ভ্যানটি উল্টে এই যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কাঁচপুর সেতুর নিচ থেকে
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে