Ajker Patrika

জবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে ইভান-মারুফ

জবি প্রতিনিধি
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী শামসুল আলম মারুফ।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত সংগঠনের ১৩ তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার এবং সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা।

কাউন্সিলটি সংগঠক শামসুল আলম মারুফের সঞ্চালনায় এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইভান তাহসীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। হল রক্ষার আন্দোলন, উন্নয়ন ফি বাতিলের দাবি, ২৭ / ৪ ধারা বাতিল, খাদিজাতুল কুবরার মুক্তি, অবন্তিকা হত্যার বিচারসহ সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও শিক্ষার অধিকার, গণতন্ত্র ও মানবতার পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

কাউন্সিল শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন—সহ-সভাপতি-খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক-আপেল আহমেদ, দপ্তর সম্পাদক-তৌকির আহমেদ, অর্থ সম্পাদক-সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক-খিজির আল সিফাত, স্কুল বিষয়ক সম্পাদক-পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দীপংকর রায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আহাম্মদ নাঈম মনোনীত হয়েছেন।

নতুন কমিটিতে সদস্য হয়েছেন ফারিহা তাসনিম, মিশকাতুল জামান সৌমিক, তাজুল ইসলাম তুষার, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ অনিক এবং রিয়াদ সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত