Ajker Patrika

৯০ দিনের ভেতরে বিচার হতে হবে, ৯১ দিন হলে মানা হবে না: শফিকুর রহমান

মাগুরা প্রতিনিধি 
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতে শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতে শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতে শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতে শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’

ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’

মাগুরায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা
মাগুরায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’

জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত