গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল (২৫) ও মো. সাহেদ (১৮)। তাঁদের একজন আজমেরি পরিবহনের বাসের কন্ডাক্টর ও অন্যজন হেলপার।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই নারী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আজমেরি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি ক্লান্ত থাকায় বাসে উঠে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী রুবেল পাম্পের অপর পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের হেলপার কামরুল, কন্ডাক্টর শাহেদ ও চালকসহ আরও দুজন মিলে ওই নারীকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠান। এ সময় বাসে আর কোনো যাত্রী ছিল না। তিনি বাসে একা থাকায় সংকোচ বোধ করতে থাকেন। পরে সব আসামি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাসে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে এবং শরীরে হাত দেন। এ সময় তাঁরা ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল (২৫) ও মো. সাহেদ (১৮)। তাঁদের একজন আজমেরি পরিবহনের বাসের কন্ডাক্টর ও অন্যজন হেলপার।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই নারী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আজমেরি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি ক্লান্ত থাকায় বাসে উঠে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী রুবেল পাম্পের অপর পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের হেলপার কামরুল, কন্ডাক্টর শাহেদ ও চালকসহ আরও দুজন মিলে ওই নারীকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠান। এ সময় বাসে আর কোনো যাত্রী ছিল না। তিনি বাসে একা থাকায় সংকোচ বোধ করতে থাকেন। পরে সব আসামি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাসে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে এবং শরীরে হাত দেন। এ সময় তাঁরা ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী দুই আসামির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজনের মরদেহ মর্গে রয়েছে
৩ মিনিট আগেঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
১৩ মিনিট আগেখুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিন দফা সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় আজ রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত এই পরোয়ানা জারি করেন। হাসান আল মামুন বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে
২৫ মিনিট আগেমিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থে
২৫ মিনিট আগে